ঘুরে আসুন ভারতের এই ১০ টি অনবদ্য স্থাপত্য শৈলী, একবার দেখলেই থমকে যাবেন আপনিও

বাংলা হান্ট ডেস্ক: সাম্প্রতিককালে যত দিন এগোচ্ছে ততই সমৃদ্ধ হচ্ছে বিজ্ঞান এবং প্রযুক্তি। আর তার ওপর ভর করেই দ্রুত এগিয়ে চলেছে সমগ্ৰ বিশ্ব (World)। এদিকে, বিশ্বের বিভিন্ন প্রান্তে এমন কিছু অনন্য স্থাপত্য শৈলী থাকে যা সবাইকে চমকে দেয়। পাশাপাশি, তা পর্যটকদের কাছেও এক বিরাট আকর্ষণ হয়ে দাঁড়ায়। এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনে আজ আমরা বিশ্বের ১০ টি অবিশ্বাস্য স্থাপত্য শৈলীর প্রসঙ্গ উপস্থাপিত করব। যেগুলির অনবদ্য গঠন স্তম্ভিত করে সকলকে।

১. ব্যাঘ্রা গুম্ফা, ভারত: ব্যাঘ্রা গুম্ফা (Vyaghra Gumpha) হল উদয়গিরির একটি অন্যতম জনপ্রিয় গুহা। এই গুহাটিতে বাঘের মুখের মতো খোদাই করা একটি প্রবেশপথ রয়েছে। আর এটি দেখতেই পর্যটকরা ভিড় জমান।

download 59

২. L’Arbre Blanc Residential Tower, Montpellier, ফ্রান্স: এই Tower-টি হবহু গাছের মত দেখতে। ১৭ তলার এই ভবনটিতে সর্বমোট ১১৩ টি অ্যাপার্টমেন্ট রয়েছে। Tower-এ থাকা বারান্দাগুলির অভিনব অবস্থানের জন্য L’Arbre Blanc ভবনটি দেখতে গাছের মত মনে হয়। পাশাপাশি, এখানকার বাসিন্দারা বছরের ৮০ শতাংশ দিনই সরাসরি সূর্যের আলো উপভোগ করতে পারেন।

৩. Hyatt Regency San Francisco, যুক্তরাষ্ট্র: জাস্টিন হারম্যান প্লাজার সাথে অবস্থিত এই হোটেলটি বড় ধরণের জনসমাবেশের জন্য বিখ্যাত হয়ে রয়েছে। পাশাপাশি, এটিতে মোট ৮০২ টি রুম আছে।

৪. Twisted Chimney, Wales: এই চিমনিটির গঠনশৈলী সবাইকে চমকে দেয়। প্যাঁচানো অবস্থায় দাঁড়িয়ে রয়েছে এটি। নিউইয়র্কের একজন ভাস্কর দ্বারা তৈরি এই চিমনিটিকে দক্ষিণ ওয়েলস উপত্যকায় পাবলিক আর্টওয়ার্ক হিসেবে উন্মোচন করা হয়েছে।

twisted chimney 94041843

৫. Alpine shelter on Monte Cristallo, Auronzo di Cadore, Italy: ইতালির মন্টে ক্রিস্টালোতে পাহাড়ের ঠিক কিনারা বরাবর মাঝখানে এই অবিশ্বাস্য আশ্রয়স্থলটি নির্মিত হয়েছে। ভূপৃষ্ঠ থেকে প্রায় ২,৭৬০ মিটার উচ্চতায় প্রথম বিশ্বযুদ্ধের সময় এটি নির্মিত হয়েছিল। মনে করা হয় যে, প্রথম বিশ্বযুদ্ধের সময় ইতালির সৈন্যরা এটি তৈরি করেন। পাশাপাশি, এই আশ্রয়স্থল “দ্য হোয়াইট ওয়ার” নামেও পরিচিত।

৬. Copan Residential Building, সাও পাওলো, ব্রাজিল: সাও পাওলো শহরের একদম কেন্দ্রস্থলে প্রায় ৪৫৯ ফুট উঁচু এই ভবনটিকে দেখা যায়। ৩৮ তলা বিশিষ্ট এই আবাসিক ভবনে ১,১৬০ টি অ্যাপার্টমেন্ট এবং ৭০ টি বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে। পাশাপাশি, এটি ব্রাজিলের অন্যতম বৃহত্তম একটি ভবন হিসেবে বিবেচিত হয়।

FQyYr7SWUAYrKbv

৭. Sumela Monastery, তুরস্ক: সুমেলা মনাস্ট্রি ৩৮৬ খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিল। তুরস্কের ট্রাবজোন প্রদেশে ১,২০০ মিটার উচ্চতার একটি খাড়া পাহাড়ে এই প্রাচীন মঠটি অবস্থিত রয়েছে।

৮. Les Espaces d’Abraxas, France: প্যারিসের নিকটে অবস্থিত স্মৃতিসৌধের অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স হিসেবে এটি পরিচিত রয়েছে। সর্বমোট ৫৯১ টি অ্যাপার্টমেন্টের বৃহৎ এই কমপ্লেক্সটি ১৯৭৮ সালে ডিজাইন করা হয়েছিল এবং ১৯৮২ এর সালে কাজ সম্পন্ন হয়েছিল।

৯. Nautilus Giant Seashell House, মেক্সিকো: এই স্থাপত্যটি মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে অবস্থিত। সম্পূর্ণ জলজ নকশার উপর ভিত্তি করে এটি নির্মাণ করা হয়েছে।

Nautilus Giant Seashell House

১০. Comfort Town, ইউক্রেন: মোট ১৮০ টি অ্যাপার্টমেন্ট ব্লকের সমন্বয়ে গঠিত কমফোর্ট টাউন ইউক্রেনের রাজধানী কিয়েভে অবস্থিত।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর