নিজের ওয়ানডে কেরিয়ারে সবথেকে বেশি রান দিয়েছেন এই ৩ ভারতীয় বোলার, তালিকায় চমকপ্রদ নাম

বাংলা হান্ট নিউজ ডেস্ক: যতই নিন্দুকেরা বলে থাকুক যে ক্রিকেট বর্তমানে ব্যাটারদের খেলা কিন্তু যেকোনো রকমের ক্রিকেটেই এখনও বোলারদের গুরুত্ব অসীম। কথাতেই আছে যে ব্যাটাররা ম্যাচ জেতান কিন্তু বোলাররা টুর্নামেন্ট জেতান। ওয়ান ডে হোক বা টেস্ট, যে কোনও দলের জয় বা পরাজয়ে আজকের দিনেও বোলারদের পারফরম্যান্স অনেক গুরুত্বপূর্ণ। একজন বোলারের সবসময়ই চেষ্টা থাকে যে সে রান বাঁচানোর সাথে সাথে উইকেটও তোলার চেষ্টা করবে। তবে এমন অনেক বোলার আছে যারা নিয়মিত উইকেট পেলেও খুব রান খরচ করেন। এমন ৩ জন ভারতীয় বোলারের কথা এখানে আলোচনা করা হলো

Javagal Srinath
জাভাগাল শ্রীনাথ:
এই তালিকায় তিন নম্বরে রয়েছেন ভারতের একসময়ের অভিজ্ঞ পেস বোলার জাভাগাল শ্রীনাথ। শ্রীনাথ ছিলেন তার নিজের সময়ের অন্যতম সেরা ভারতীয় বোলার। ১৯৯১ থেকে ১২ বছর তিনি ভারতীয় দলের হয়ে ২২৯টি একদিনের ম্যাচ খেলে ৩১৫ টি উইকেট নিলেও ওই সময়কালে মোট ৮৮৪৭ রান খরচ করেছেন। ২০০৩ বিশ্বকাপের ফাইনালে বাকি বোলারদের মতোই তিনিও অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপ-কে আটকাতে সক্ষম হননি।

Harbhajan singh 12as 1
হরভজন সিং:
এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন অভিজ্ঞ অফস্পিনার হরভজন সিং। তিনি ভারতের হয়ে বহু উইকেট নিলেও একসময় অকাতরে রান বিলিয়েছেন। হরভজন সিং তার ১৭ বছরের ওডিআই পর্যন্ত কেরিয়ারে মোট ২৩৬টি ওডিআই ম্যাচ খেলে ২৬৯ টি উইকেট নিলেও মোট ৮৯৭৩ রান খরচ করেছেন ওই উইকেটগুলি তুলতে গিয়ে

anil kumble
অনিল কুম্বলে:
অনেকেই তাকে ভারতের ইতিহাসের সেরা স্পিনার বলে গণ্য করে থাকেন। কিন্তু একদিনের ম্যাচে অনিল কুম্বলের ইকোনমি রেট খুব একটা প্রশংসনীয় নয়। অনিল কুম্বলে বহু বছর ধরে ভারতীয় দলের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এবং ১৭ বছরের কেরিয়ারে তিনি ২৭১ টি একদিনের ম্যাচ খেলে ৩৩৭ টি উইকেট নিয়েছেন কিন্তু সেই সময় মোট ১০৪১২ রান খরচ করেছেন।


Reetabrata Deb

সম্পর্কিত খবর