শুধু শুধু নেওয়া হয়েছে দলে! IPL 2025-এ খেলার সুযোগই পাবেন না KKR-এর এই ৩ তারকা প্লেয়ার

বাংলা হান্ট ডেস্ক: ২০২৫ সালের IPL শুরু হতে আর বেশি বাকি নেই। IPL-এর এই মরশুমের আগে ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে মেগা নিলাম। যেখানে নতুনভাবে দল সাজিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলি। এমতাবস্থায়, গত মরশুমের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সও (Kolkata Knight Riders) দলে একাধিক পরিবর্তন ঘটিয়েছে।

নতুনভাবে দল সাজিয়েছে কলকাতা নাইট রাইডার্সও (Kolkata Knight Riders):

পাশাপাশি, এবারেও চ্যাম্পিয়ন হওয়ার জন্য মাঠে নামতে প্রস্তুত KKR (Kolkata Knight Riders)। এবার KKR-এর দলে কিছু নতুন খেলোয়াড়কেও দেখা যাচ্ছে। যদিও, আসন্ন মরশুমে এই দলের কিছু খেলোয়াড় হয়তো খেলার সুযোগ নাও পেতে পারেন। বর্তমান প্রতিবেদনে আজ আমরা ঠিক সেইরকমই ৩ জন খেলোয়াড়ের প্রসঙ্গ উপস্থাপিত করব। যাঁরা আগামী মরশুমে একটিও ম্যাচ খেলবেন কিনা তা নিয়ে রয়েছে প্রশ্ন।

১. মনীশ পাণ্ডে: আবারও KKR (Kolkata Knight Riders) দলে ফিরেছেন মণীশ পাণ্ডে। তবে প্লেয়িং ইলেভেনে তাঁর ফেরা খুবই কঠিন বলে মনে করা হচ্ছে। সম্প্রতি সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে কর্ণাটকের হয়ে বিশেষ কিছু করতে পারেননি মনীশ। এদিকে, কর্ণাটক দলও সীমিত ওভারের ক্রিকেটে তাঁকে বাদ দিয়েছেন। KKR সম্ভবত তাঁকে ব্যাকআপ ব্যাটার হিসেবে দলে অন্তর্ভুক্ত করেছে। অর্থাৎ, যদি কোনও খেলোয়াড় চোট না পান বা বড় কোনও প্রয়োজন না থাকে, সেক্ষেত্রে পুরো মরশুম জুড়ে পাণ্ডে হয়তো KKR-এর হয়ে একটিও ম্যাচ খেলতে নাও পারেন।

আরও পড়ুন: পুত্র আকাশকে নতুন বুলেটপ্রুফ গাড়ি কিনে দিলেন আম্বানি, দাম জানলে আঁতকে উঠবেন

২. মইন আলি: ইংল্যান্ডের কিংবদন্তি অলরাউন্ডার মইন আলি এবার KKR (Kolkata Knight Riders)-এর সাথে যুক্ত হয়েছেন। তবে, তাঁকেও ব্যাকআপ হিসেবে বেঞ্চে বসে থাকতে দেখা যেতে পারে। আসলে কলকাতা নাইট রাইডার্স বরুণ চক্রবর্তী এবং সুনীল নারিনকে প্রধান দুই স্পিনার হিসেবে মাঠে নামাতে পারে। এদিকে, চার বিদেশি খেলোয়াড়ের মধ্যেও মইনকে কোনও ফর্মেই ফিট মনে হচ্ছে না। KKR-কে তৃতীয় স্পিনারকে মাঠে নামাতে হলেও মায়াঙ্ক মার্কন্ডের মতো ভারতীয় বোলার রয়েছে। এমতাবস্থায়, কোনও গুরুত্বপূর্ণ বিদেশি খেলোয়াড় ইনজুরির সম্মুখীন হলে বা ফর্মের বাইরে থাকলে সেক্ষেত্রে মইন হয়তো সুযোগ পেতে পারেন।

আরও পড়ুন: ৯৯ শতাংশ যাত্রীই জানেন না! ট্রেনে সফরের আগে অবশ্যই মনে রাখুন এই নিয়মগুলি, উপেক্ষা করলেই হবে জেল

৩. অনুকূল রায়: বাঁহাতি স্পিন বোলিং অলরাউন্ডার অনুকুল রায় ২০১৯ সাল থেকে IPL-এর অংশ। কিন্তু এখনও পর্যন্ত তিনি মাত্র ১০ টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন। ২০২২ সালে KKR (Kolkata Knight Riders)-এর অংশ হওয়ার পর থেকে, অনুকুল এখনও পর্যন্ত মাত্র ৯ টি ম্যাচ খেলেছেন। আসলে, দলে বিকল্প ফিল্ডার হিসেবে তাঁকে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। এদিকে, আসন্ন মরশুমে KKR-এর স্পিন বিভাগে ভালো বিকল্প রয়েছে। তাই এমন পরিস্থিতিতে, অনুকূল এই সমগ্র মরশুমে কোনও ম্যাচ খেলার সুযোগ পাবেন বলে মনে হয় না।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর