একটা শতরান! তাতেই ৪ ক্রিকেটারের ভারতীয় দলে ফেরার রাস্তা বন্ধ করলেন যশস্বী…

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় দল (Indian Cricket Team) এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট সিরিজ খেলতে ব্যস্ত রয়েছে। দুর্বল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের জয় পেতে যে কোন অসুবিধা হবে না সেটা ছেড়ে শুরু হওয়ার আগে থেকেই নিশ্চিত ছিল। তাই একটি নতুন এক্সপেরিমেন্ট করে দেখতে অধিনায়ক রোহিত শর্মা নবাগত যশস্বী জয়সওয়ালকে (Yashasvi Jaiswal) নিজের সাথে ওপেন করানোর সিদ্ধান্ত নেন। শুভমান গিলকে পাঠিয়ে দেওয়া হয় তিন নম্বরে। তার সেই ভরসার মান রেখেছেন তরুণ ভারতীয় ওপেনার।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে নিজের অভিষেক টেস্টেই শতরানের দেখা পেয়েছেন তিনি এবং ব্যাট হাতে দ্বিতীয় দিনের শেষেও অপরাজিত ছিলেন তিনি। কিন্তু এখন সমস্যা হল যে তার এই অসাধারণ ব্যাটিংয়ের পর চারজন ভারতীয় তারকা জাতীয় দলে ফেরার রাস্তা সম্পূর্ণ বন্ধ হয়ে গেল বলেই মনে করা হচ্ছে। একে একে দেখে নেওয়া যাক এই চার তারকার পরিচয়।

লোকেশ রাহুল: চোটের জন্য তিনি এখন ভারতীয় দলের অংশ নন। কিন্তু পায়ের চোট সারিয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে ও বৃহত্তম ফরম্যাটে তাকে আর জায়গা দেওয়া যাবে বলে মনে হচ্ছে না। এই ফরম্যাটে শেষ কিছু ম্যাচে তিনি ছিলেন অত্যন্ত নিষ্প্রভ। ফলস্বরূপ তার টেস্ট কেরিয়ার এক প্রকার শেষ হয়ে গেল বলেই আশঙ্কা করা হচ্ছে।

চেতেশ্বর পূজারা: অফ ফর্মের কারণে জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন। তারপর অবশ্য ঘরোয়া ক্রিকেটে ফিরে দলীপ ট্রফি-তে শতরান করে নির্বাচকদের বার্তা পাঠিয়েছিলেন তিনি। কিন্তু যশস্বী যেমন ব্যাটিং করেছেন, তারপরে আর পূজারার পক্ষে হয়তো ভারতীয় দলে ফেরা আর সম্ভব হবে না।

sarfaraz

সরফরাজ খান: ঘরোয়া ক্রিকেটে তার অসাধারণ ছন্দ দেখে অনেকেই তাকে ভারতীয় দলে নেওয়ার দাবি তুলেছিল। কিন্তু তিনি জায়গা পাননি টেস্ট স্কোয়াডে। এরপর বর্তমানে দলীপ ট্রফিতে বিশ্ৰী ফর্মে রয়েছেন। যশস্বী ব্যর্থ হলে হয়তো ভবিষ্যতে বৃহত্তম ফরম্যাটে তাকে দলে ফেরানোর ব্যাপারে চিন্তা ভাবনা করতে নির্বাচকরা। কিন্তু নির্বাচকদের সেই সুযোগ আর দেননি তরুণ ভারতীয় বাঁ-হাতি ওপেনার।

shaw 379

পৃথ্বী শ: ঘরোয়া ক্রিকেটে গত মরশুমে অসাধারণ পারফরম্যান্স করেও কোনও ফরম্যাটেই মাঠে নামার সুযোগ পাননি। তারপর আইপিএলে চূড়ান্ত হতাশাজনক পারফরম্যান্সের পর তাকে ভারতীয় দলে ফেরানোর আলোচনাটুকু বন্ধ হয়ে যায়। এখন তরুণ যশস্বীর এই পারফরম‍্যান্সের পরে তার দলে ফেরার আর সুযোগ নেই বললেই চলে।

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর