এই ৪ তারকা ম্যাচ উইনার, জিতিয়েছেন একাধিক IPL, কিন্তু অনেক চেষ্টা করেও একটা কাজ করতে পারেননি

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আইপিএলে (IPL) সেঞ্চুরি করা খুবই কঠিন কাজ। বিরাট কোহলি, ক্রিস গেইল, জস বাটলার, লোকেশ রাহুলরা বারংবার সেই কাজ করে দেখিয়েছেন। তাই তারা ক্রিকেট ভক্তদের মাঝে অত্যন্ত জনপ্রিয়। কিন্তু এমন অনেক তারকাও আইপিএল খেলেছেন যারা অসংখ্যবার অর্ধশতরানের গন্ডি পেরিয়েছেন কিন্তু কখনও শতরান ছুঁতে পারেননি। এমন ৫ জনকে নিয়েই আজকের এই প্রতিবেদন।

gautam gambhir 1720x1000

গৌতম গম্ভীর: আইপিএলের সবচেয়ে সফল তারকাদের একজন শুরুতে দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে খেললেও মূল সাফল্য পেয়েছেন কলকাতা নাইট রাইডার্সের সাথে। তার অধিনায়কত্বে দুবার আইপিএল জিতেছে শাহরুখ খানের দল, কিন্তু দুর্ভাগ্যবশত কখনও শতরানের দেখা পাননি গম্ভীর। আইপিএলে তার সর্বোচ্চ স্কোর ৯৮। তিনি আইপিএলে মোট ৫৪টি ম্যাচ খেলেছেন এবং ৪২১৮ রান করেছেন যাতে ৩৬টি অর্ধশতরান সামিল আছে।

robin uthappa

রবিন উথাপ্পা: ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্য এখন সিএসকে-র হয়ে আইপিএল খেলেন। ২০১৪ সালের আইপিএলে টুর্নামেন্টের সর্বোচ্চ স্কোরারও হয়েছেন। কেকেআরের হয়ে সেবার আইপিএলও জিতেছিলেন তিনি। কিন্তু শতরানের দেখা পাননি। ব্যাট হাতে উথাপ্পা তার আইপিএল কেরিয়ারে ১৩০ টি ম্যাচ খেলে ৪৭৭২ রান করেছেন।

মহেন্দ্র সিংহ ধোনি: বিশ্বের সেরা ক্রিকেটার ও অধিনায়কদের একজন মাহি, চেন্নাই সুপার কিংসকে ৪ বার আইপিএল ট্রফি জিতিয়েছেন। বেশ কয়েকবার অর্ধশতরানের গন্ডিও পেরিয়েছেন তিনি কিন্তু ব্যাটিং অর্ডারে নীচের দিকে নামার কারণে শতরানের দেখা পাননি। ২০২৩ আইপিএল শুরুর আগে তিনি ২২০টি ইনিংস ব্যাট করে তিনি করেছেন ৪৭৪০ রান। চলতি আইপিএলে অবশ্য বড় ইনিংস খেলার কোনও সুযোগ পাননি। কারণ তিনি বরাবরই শেষ দুই ওভার বাকি থাকার সময় ব্যাট করতে নেমেছেন।

ফ্যাফ দু প্লেসিস: দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার এই মরশুমে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে অধিনায়ক হিসাবে মাঠে নামছেন এবং এর আগে চেন্নাই সুপার কিংসের অংশ ছিলেন এবং যথেষ্ট সফল হয়েছিলেন। কিন্তু কোনওদিন শতরানের দেখা পাননি। গত মরশুমেও একবার তিনি ৯৬ রানে আউট হয়েছেন। আইপিএল ২০২৩ শুরু হওয়ার আগে তিনি ৯৩টি ম্যাচ খেলে তিনি ২৯৩৫ রান করেছিলেন। এই আইপিএলে তিনি ১৪ ম্যাচ খেলে ৭৩০ রান করেও দলকে প্লে অফে তুলতে ব্যর্থ হন।

 

ad

Reetabrata Deb

সম্পর্কিত খবর