বাংলা হান্ট ডেস্ক: অ্যাকাউন্টে টাকা না থাকলে ব্যাঙ্কের (Bank) তরফে এভারেজ মিনিমাম ব্যালেন্স চার্জ কেটে নেওয়া হয়। যার ফলে প্রত্যক্ষভাবে প্রভাবিত হন গ্রাহকেরা। কিন্তু, এবার একটি বড় আপডেট সামনে এসেছে। মূলত, সেভিং অ্যাকাউন্ট রয়েছে এমন গ্রাহকদের আর চিন্তা নেই। কারণ, সম্প্রতি SBI সহ ৬ টি বড় ব্যাঙ্ক এভারেজ মাসিক ব্যালেন্সের ওপর আরোপিত চার্জ সম্পূর্ণরূপে বাতিল করেছে। এর অর্থ এখন কোনও গ্রাহকের অ্যাকাউন্ট খালি থাকলেও, ব্যাঙ্ক কর্তৃক কোনও চার্জ কাটা হবে না। এমতাবস্থায়, চলুন জেনে নেওয়া যাক, কোন কোন ব্যাঙ্ক এখন মিনিমাম ব্যালেন্স চার্জ বাতিল করেছে:
এই ৬ টি ব্যাঙ্ক (Bank) নিল বড় সিদ্ধান্ত:
১. ইন্ডিয়ান ব্যাঙ্ক: ইতিমধ্যেই ইন্ডিয়ান ব্যাঙ্ক (Bank) মিনিমাম ব্যালেন্স চার্জ সম্পূর্ণরূপে বাতিল করার ঘোষণা করেছে। গত ৭ জুলাই, ২০২৫ থেকে সব ধরণের সেভিংস অ্যাকাউন্টে এভারেজ মিনিমাম ব্যালেন্স চার্জ বাতিল করা হয়েছে।
২. ব্যাঙ্ক অফ বরোদা: গত ১ জুলাই, ২০২৫ থেকে ব্যাঙ্ক অফ বরোদা সমস্ত স্ট্যান্ডার্ড সেভিংস অ্যাকাউন্টে মিনিমাম ব্যালেন্সের শর্ত পূরণ না করার ক্ষেত্রে আরোপিত চার্জ বাতিল করেছে। তবে, প্রিমিয়াম সেভিংস অ্যাকাউন্ট স্কিমের ওপর এই চার্জগুলি বাতিল করা হয়নি।
আরও পড়ুন: যে জিনিসের জন্য সমগ্র বিশ্বকে হুমকি দিচ্ছে চিন! তারই বিকল্প খুঁজে পেল ভারত, চলছে চুক্তির প্রস্তুতি
৩. পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক: এদিকে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কও (Bank) সব ধরণের সেভিংস অ্যাকাউন্টের ওপর মিনিমাম এভারেজ ব্যালেন্স চার্জ বাতিল করে গ্রাহকদের স্বস্তি দিয়েছে।
৪. স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া: ২০২০ সাল থেকে এভারেজ মিনিমাম ব্যালেন্স চার্জ লাগু করেছিল SBI। তবে, এখন সেটি বন্ধ করে দেওয়া হয়েছে। এর মানে হল, এখন স্টেট ব্যাঙ্কের (Bank) ক্ষেত্রেও সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্সের শর্ত পূরণ না হলেও কোনও চার্জ লাগবে না।
আরও পড়ুন: বাংলাদেশ নয়, ইংল্যান্ড সফরের পর এই দলের সঙ্গে ODI ও T20 সিরিজ খেলবে টিম ইন্ডিয়া? মিলল আপডেট
৫. ব্যাঙ্ক অফ ইন্ডিয়া: মিনিমাম ব্যালেন্সের শর্ত পূরণ না করার জন্য গ্রাহকদের কাছ থেকে কোনও চার্জ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়াও। ইতিমধ্যেই ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রেস বিজ্ঞপ্তি অনুসারে জানা গিয়েছে, পরিবর্তিত বাজার পরিস্থিতির কথা মাথায় রেখে এবং আর্থিক নমনীয়তা বৃদ্ধির জন্য এই পরিবর্তনগুলি করা হয়েছে।
৬. কানাড়া ব্যাঙ্ক: চলতি বছরের মে মাসে কানাড়া ব্যাঙ্ক (Bank) রেগুলার সেভিংস অ্যাকাউন্ট সহ সব ধরণের সেভিংস অ্যাকাউন্টের ওপর মিনিমাম ব্যালেন্স চার্জ বাতিল করেছে। এর মধ্যে স্যালারি এবং NRI সেভিংস অ্যাকাউন্টও অন্তর্ভুক্ত রয়েছে।