শুধু শাহরুখ, সলমনই নন! রাম মন্দির উদ্বোধনে ব্রাত্য এই ১৬ জন বলি তারকা! চমকে দেবে তালিকা

বাংলাহান্ট ডেস্ক : আগামী ২২ শে জানুয়ারি অর্থাৎ সোমবার উদ্বোধন হতে চলেছে অযোধ্যার রাম মন্দিরের। অযোধ্যাসহ গোটা দেশেই এখন সাজোসাজো রব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রাণ প্রতিষ্ঠা করবেন রামলালার। রাম মন্দির উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে দেশ-বিদেশের বিশিষ্ট ব্যক্তিদের।

রাম জন্মভূমি ট্রাস্টের পক্ষ থেকে প্রায় ৭০০০ বিশিষ্ট ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে সূত্রের খবর, এখনো পর্যন্ত উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি বলিউডের বাদশা শাহরুখ খানকে। অন্যদিকে বলিউডের ভাইজান সালমান খানও পাননি আমন্ত্রণ পত্র। এই দুই বিশিষ্ট অভিনেতা ছাড়াও আরো বেশ কিছু সেলিব্রেটি রয়েছেন যারা রাম মন্দির উদ্বোধনের আমন্ত্রণ পাননি।

আরোও পড়ুন : ইনস্টাগ্রামে ১০০ জন ফলোয়ার্সেই করবে কামাল, ফ্রিতে মিলবে ব্লু টিক! এই সহজ পদ্ধতিতে করুন আবেদন

রাম মন্দির উদ্বোধন অনুষ্ঠানে ডাকা হয়নি কিয়ারা আদবানি এবং সিদ্ধার্থ মালহোত্রাকে। রাম মন্দির উদ্বোধন অনুষ্ঠানে ডাক পাননি দীপিকা ও রণবীরও।বিখ্যাত চিত্র পরিচালক করন জোহরের ভাগ্যে জোটেনি রাম মন্দির উদ্বোধন অনুষ্ঠানের আমন্ত্রণ। জানা গেছে উদ্বোধন অনুষ্ঠানে ডাকা হয়নি বলিউডের অন্যতম বিখ্যাত অভিনেতা সঞ্জয় দত্তকেও।

আরোও পড়ুন: SBI’র পাঁচ লাখের লোন! দেখুন, মাস গেলে কত টাকা EMI গুণতে হবে

আমন্ত্রণ জানানো হয়নি শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রাকেও। ‘উরি’ এবং ‘স্যাম বাহাদুর’-এর মতো সুপারহিট ছবির নায়ক ভিকি কৌশল ও তাঁর স্ত্রী অভিনেত্রী ক্যাটরিনা কাইফকেও আমন্ত্রণ জানানো হয়নি উদ্বোধন অনুষ্ঠানে। সাইফ আলি খান ও কারিনা কাপুরকেও ডাকা হয়নি অযোধ্যার মন্দির প্রতিষ্ঠা অনুষ্ঠানে।

Ramlala will reach everyone's house in Ayodhya

বলিউডের তিন খানের অন্যতম এক খান, অর্থাৎ আমির খানকেও অনুষ্ঠানে ডাকা হয়নি। অন্যদিকে, রাম মন্দির উদ্বোধন অনুষ্ঠান থেকে ডাক পেয়েছেন বিবেক অগ্নিহোত্রী। তবে পরিচালক জানিয়েছেন তিনি ২২ তারিখ ভারতে না থাকার কারণে এই অনুষ্ঠানে যোগ দিতে পারবেন না।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর