সলমন থাকায় ছেড়েছেন সুপারহিট সিনেমা, ভাইজানের সঙ্গে কখনোই কাজ করেননি এই নামিদামি নায়িকারা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বলিউডের (Bollywood) ব্যবসার হাল খারাপ হলেও এখনো সলমন খানের (Salman Khan) নামেই একটা বড় প্রভাব পড়ে। একটা সময় ছিল যখন ভাইজানের নামেই সিনেমা চলত। ছবির গল্প তেমন ভাল না হলেও শুধুমাত্র সলমনের স্টারডমের জোরেই হল ভরত দর্শকে। এখন অবশ্য পরিস্থিতির অনেক বদল ঘটেছে। কিন্তু এমন কিছু অভিনেত্রী রয়েছেন যারা আগেও সলমনের সঙ্গে কাজ করতে আগ্রহ দেখাননি।

ভাইজান নামে জনপ্রিয় হলেও সলমনের বেশ কিছু কাণ্ডকারখানা অনেকের কাছেই যথেষ্ট বিরক্তিকর। এমন অনেক অভিনেতা অভিনেত্রীই রয়েছেন যারা পারতপক্ষে সলমনকে এড়িয়েই চলেন। এত বছর ইন্ডাস্ট্রিতে থাকার পরেও কয়েকজন প্রথম সারির অভিনেত্রীর সঙ্গে কখনোই কাজ করতে পারেননি তিনি। বা বলা ভাল ওই অভিনেত্রীরাই আপত্তি প্রকাশ করেছেন। কে কে রয়েছে তালিকায় দেখে নিন-

deepika padukone

দীপিকা পাডুকোন– সলমনের সঙ্গে ৬টি ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন দীপিকা। তালিকায় যেমন প্রেম রতন ধন পায়ো, জয় হো-র মতো ছবি রয়েছে তেমনি রয়েছে বজরঙ্গি ভাইজান, সুলতান এর মতো ছবিও।

kangana ranaut

কঙ্গনা রানাওয়াত– কঙ্গনা বলিউডের এমন একজন অভিনেত্রী যিনি খুবই বেছে বেছে সিনেমা করেন। মূলত মহিলাকেন্দ্রিক ছবিতেই দেখা যায় তাঁকে। জানা যায়, সুলতান ছবিতে কঙ্গনার কাছে অভিনয়ের প্রস্তাব এসেছিল। কিন্তু তিনি তা ফিরিয়ে দেন। শুধু সলমন নন, অন্য কোনো খান অভিনেতার সঙ্গেও কখনো কাজ করেননি কঙ্গনা।

আমিশা পটেল– সলমনের সঙ্গে একটি ছবিতেই অভিনয় করেছিলেন তিনি। ছবির নাম ছিল ‘ইয়ে হ্যায় জলবা’। কিন্তু ছবিটি চরম ফ্লপ হয়েছিল বক্স অফিসে। তারপরে সলমনের তরফে আবারো ছবির প্রস্তাব এলেও তিনি রাজি হননি।

salman aishwarya rai

ঐশ্বর্য রাই বচ্চন– সলমনের সঙ্গে সুপারহিট কিছু ছবিতে অভিনয় করেছেন ঐশ্বর্য। দুজনের প্রেমও ছিল চর্চার বিষয়। কিন্তু তাঁদের তিক্ত বিচ্ছেদের পর আর সলমনের সঙ্গে কোনো ছবিতেই কাজ করেননি তিনি।

X