শূন্য রানে সবচেয়ে বেশি আউট হয়েছেন এই তারকা ভারতীয় ক্রিকেটাররা, তালিকায় চমকপ্রদ নাম

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ক্রিকেট বিশ্বে, প্রত্যেক ক্রিকেটারই নিজের নামে কোনও বড় রেকর্ড গড়তে চান। তবে এমন অনেক রেকর্ড রয়েছে যা কোনও খেলোয়াড়ই নিজের নামের পাশে চাইবেন না। ভারতীয় ক্রিকেটাররা তাদের পারফরম্যান্স দিয়ে সারা বিশ্বে ছাপ রেখে গেছেন। আজ আমরা সেই ভারতীয় ক্রিকেটারদের কথা বলব, যারা সবচেয়ে বেশিবার শূন্য রানে আউট হয়েছেন।

সচীন টেন্ডুলকার:

sachin tendulkar

ক্রিকেট বিশ্বে তিনি ঈশ্বরের মর্যাদা পেয়েছেন। সচীন আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি (১০০টি) শতরান করেছেন। বিশ্বের প্রতিটি ক্রিকেট খেলিয়ে দেশের বিরুদ্ধেই প্রচুর রান করেছেন এই তারকা। কিন্তু সচীনের নামের পাশে একটি অবাঞ্ছিত রেকর্ড রয়েছে। সচীন সর্বোচ্চ ২০ বার শূন্য রানে আউট হয়েছেন।

জাভাগল শ্রীনাথ:

Javagal Srinath Feature

ভারতের প্রাক্তন তারকা জাভাগল শ্রীনাথ-কে বিশ্বের সেরা বোলারদের মধ্যে একজন বলে গণ্য করা হয়। তিনি ভারতের হয়ে টেস্টে ২৩৬ টি উইকেট এবং ওয়ান ডে-তে ৩১৫ টি উইকেট নিয়েছেন। কিন্তু সেইসঙ্গে শ্রীনাথ নিজেও তার কেরিয়ারে ১৯ বার শূন্য রানে আউট হয়েছেন।

অনিল কুম্বলে:

1597034730 kumble

বিশ্বের অন্যতম সেরা স্পিনারদের একজন। একসময় সব ব্যাটসম্যানকে তিনি তার বলের ভেল্কিতে নাস্তানাবুদ করতেন। টেস্ট ও ওয়ান ডে-তে ভারতের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারী তিনি। কিন্তু সর্বাধিক শূন্যে আউট হওয়ার নিরিখে তিন নম্বরে রয়েছেন তিনি। ১৮ বার শূন্য রানে আউট হয়েছেন কুম্বলে।

যুবরাজ সিং:

yuvraj 1720x1000

ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটার তার ঝোড়ো ব্যাটিংয়ের জন্য পরিচিত। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডের ওভারে তিনি ৬টি ছক্কা মেরেছিলেন। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে তিনি শূন্যে সর্বোচ্চ আউট হওয়ার তালিকায় চার নম্বরে। ১৮ বার শূন্য রানে আউট হয়েছেন তিনি।

হরভজন সিং:

Harbhajan singh 12as

সম্প্রতি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। একসময় আন্তর্জাতিক ক্রিকেটে রাজত্ব করেছেন। তার বল খেলতে হিমশিম খেয়েছেন বড় বড় ব্যাটসম্যানেরা। হরভজন তার অফস্পিন এবং দুসরায় অনেক ব্যাটসম্যানের উইকেট নিয়েছেন, কিন্তু নিজেও ব্যাট হাতে ১৭ বার শূন্য রানে আউট হয়েছেন।


Reetabrata Deb

সম্পর্কিত খবর