বাংলাহান্ট ডেস্ক: দেশের একাধিক বিনোদন ইন্ডাস্ট্রির মধ্যে অন্যতম বলিউড (Bollywood)। নামে হিন্দি ইন্ডাস্ট্রি হলেও এখানকার অভিনেতা অভিনেত্রীরা ইংরেজিতেই বেশি সড়গড়। এহেন বহু অভিযোগই ইদানিং উঠতে শুরু করেছিল বলিউডের বিরুদ্ধে, যাতে ধুনো দেয় সুশান্ত সিং রাজপুতের মৃত্যু। বলিউড তারকাদের প্রকাশ্যে নিন্দেমন্দ করা, ছবি বয়কট করার ধুম তখনি শুরু হয়েছিল। মাঝে কিছুদিন স্তিমিত হলেও এখন আবার তেড়েফুঁড়ে উঠেছেন দর্শকদের একাংশ।
আমির খানের ‘লাল সিং চাড্ডা’ এবং অক্ষয় কুমারের ‘রক্ষা বন্ধন’ দুটি নতুন ছবিই মুখ থুবড়ে পড়েছে বক্স অফিসে। মুক্তির পর পাঁচ দিনেও ৫০ কোটি তুলতে পারেনি দুটো ছবির কোনোটাই। দক্ষিণী ছবির তুলনায় ব্যাকফুটে রয়েছে হিন্দি ছবি। শুধু আমির অক্ষয় নন, হৃতিক রোশন, রণবীর কাপুরের ছবিও বয়কটের ডাক দেওয়া হয়েছে।
এমন পরিস্থিতিতে আগামী যেকটি হিন্দি ছবির মুখোমুখি সংঘর্ষ হতে চলেছে সেগুলোও ফ্লপের মুখ দেখতে পারে। চটজলদি দেখে নিন তালিকায় কোন কোন ছবি রয়েছে-
রাম সেতু এবং থ্যাঙ্ক গড- একটা ছবি ফ্লপ করেও শিক্ষা হয়নি অক্ষয়ের। চলতি বছর দিওয়ালিতে ফের ‘রাম সেতু’ ছবি নিয়ে আসছেন তিনি। ইতিমধ্যেই বিতর্ক মাথায় নিয়ে চলেছেন অক্ষয়। রাম সেতুতে ভুলভাবে তথ্য দেখানো হয়েছে, এমন অভিযোগ ইতিমধ্যেই উঠেছে।
অন্যদিকে সিদ্ধার্থের শেরশাহ হিট হলেও অজয় দেবগণের রানওয়ে ৩৪ ফ্লপ হয়েছে। দুজনের জুটির থ্যাঙ্ক গডকে দর্শকরা কেমন ভাবে নেবেন তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। অক্ষয় ছবির মুক্তির তারিখ পেছোন কিনা সেটাও দেখার অপেক্ষা।
ফোন ভূত বনাম কুত্তে- নভেম্বরে সংঘর্ষে নামতে চলেছে সিদ্ধান্ত চতুর্বেদী এবং ক্যাটরিনা কাইফের ফোন ভূত এবং অর্জুন কাপুরের কুত্তে। অর্জুনের শেষ ছবি এক ভিলেন রিটার্নস ফ্লপ হয়েছিল। সিদ্ধান্ত অভিনীত গহরাইয়াও ভাল ভাবে নেননি দর্শক। এমন পরিস্থিতিতে ছবি হিট করাতে দুই ছবির মুখোমুখি সংঘর্ষ হবে নাকি আলাদা আলাদা মুক্তির তারিখ বেছে নেবে তা এখনো নিশ্চিত নয়।
যোধা এবং উঁচাই- আরো একটি ছবি মুক্তির অপেক্ষায় সিদ্ধার্থের, যোধা। ওই একই দিনে মুক্তি পাবে আমিতাভ বচ্চন, অনুপম খের এবং বোমান ইরানির উঁচাই। দুটি ছবিকে ঘিরেই বেশ উন্মাদনা রয়েছে দর্শকদের মাঝে।
ভীড় বনাম দৃশ্যম ২- নভেম্বর বাস্তবিকই সিনেমা ময়। এই মাসে মুক্তি পাচ্ছে রাজকুমার রাও অভিনীত ভিড় এবং ওই একই দিনে হলে আসছে অজয় দেবগণের দৃশ্যম ২। দৃশ্যমের প্রথম পার্ট ব্যাপক হিট হয়েছিল। দ্বিতীয় অংশ নিয়েও উত্তেজনা রয়েছে দর্শকদের মধ্যে।
সাকার্স বনাম গণপথ- মুখোমুখি লড়াইয়ে রণবীর সিং এবং টাইগার শ্রফ। দুজনেরই শেষ মুক্তিপ্রাপ্ত ছবি চরম ফ্লপ। ক্রিসমাস তাঁদের ভাগ্য পরিবর্তন করাতে পারে কিনা সেটাই দেখার।