বাংলা হান্ট ডেস্ক: রাজ্যে এবার ১৫ বছরের পুরনো ব্যক্তিগত এবং বাণিজ্যিক গাড়িগুলিকে সরাসরি বাতিলের নির্দেশ দিল ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল (National Green Tribunal)। পাশাপাশি, রাজ্যের দু’টি জেলার ক্ষেত্রে ইতিমধ্যেই এই নির্দেশ লাগু করা হয়েছে। জানা গিয়েছে যে, এবার কলকাতা এবং হাওড়ার সমস্ত বিএস-৪ গাড়ি বাতিল করতে হবে। সর্বোপরি, এই প্রক্রিয়া শেষ করতে হবে আগামী ৬ মাসের মধ্যেই। এমতাবস্থায়, পরিবেশ দূষণ রোধে বিএস-৬ গাড়ি ব্যবহারের নির্দেশও দেওয়া হয়েছে।
সূত্রের খবর অনুযায়ী, মঙ্গলবার রাজ্যের কলকাতা এবং হাওড়া এই দুই জেলায় ১৫ বছরের পুরনো ব্যক্তিগত এবং বাণিজ্যিক গাড়ি বাতিলের নির্দেশ দিয়েছে ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল। পাশাপাশি, ছ’মাসের সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল পুলিশের সঙ্গে সমন্বয় রেখে পরিবেশ দূষণ রোধের জন্য রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে অ্যাকশন প্ল্যান তৈরি করার নির্দেশও দিয়েছে।
এদিকে, ২০০৮ সালে কলকাতা হাইকোর্ট ১৫ বছরের পুরনো বাণিজ্যিক গাড়িকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। যদিও, সেই নিয়ম খাতায়কলমে কার্যকর করা হয়নি। তবে, এবার ইতিমধ্যেই রাজ্য পরিবহণ দফতরের তরফে প্রায় ১.৫ লক্ষ বাণিজ্যিক গাড়ি চিহ্নিত করা হয়েছে। সর্বোপরি, ১৫ বছরের পুরনো গাড়ির মালিকদের চিঠি পাঠানোর প্রক্রিয়াও শুরু হয়েছে।
উল্লেখ্য যে, চলতি বছরের মে মাসের প্রথম সপ্তাহ থেকেই মেয়াদ উত্তীর্ণ গাড়ির মালিকদের ঠিকানায় নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নেয় পরিবহণ দফতর। এই প্রসঙ্গে পরিবহণ দফতরের এক আধিকারিক জানিয়েছিলেন যে, মূলত ১৫ বছরের বেশি পুরনো বাণিজ্যিক এবং ব্যক্তিগত গাড়ি বাতিলের প্রক্রিয়া এ ভাবেই শুরু হবে। যদিও, মোট তিন দফায় রাজ্য জুড়ে প্রায় ১০ লক্ষেরও বেশি গাড়ি বাতিলের কাজ করা হবে বলে তখন জানা গিয়েছিল।