বছর শেষ, বিনোদন নয়, চলতি ডিসেম্বরেই মুক্তির অপেক্ষায় একসে বড় কর এক সিনেমা! কোনটা ছেড়ে কোনটা দেখবেন?

বাংলাহান্ট ডেস্ক : বছর তো প্রায় শেষ হতে চলল। কিন্তু দ্য শো মাস্ট গো অন। বিনোদন তো বন্ধ হলে চলবে না। সারা বছর জুড়ে বেশ কিছু সিনেমা (Cinema) বক্স অফিসে ঝড় তুলতে সক্ষম হয়েছে। দর্শকরা হল ভরিয়ে দেখেছেন হিন্দি থেকে দক্ষিণী ভাষার একাধিক ছবি। তবে বছরের শেষ মাসে যদি আর কোনো সিনেমা (Cinema) না আসার কথা ভেবে থাকেন, তবে ভুল ভাবছেন।

ডিসেম্বরেই মুক্তি পাচ্ছে একগুচ্ছ ছবি (Cinema)

২০২৪ শেষ হতে এখনো বেশ কয়েকদিন দেরি আছে। বছরের এই শেষ মাসটা জুড়ে থাকে উৎসব আর ছুটির মেজাজ। নতুন বছর শুরুর আনন্দ। সিনেমা (Cinema) হলে ভিড়ও হয় ভালোই। আর এই আমেজটাকেই কাজে লাগিয়ে বছরের শেষ লগ্নে মুক্তি পেতে চলেছে বেশ কিছু ভিন্ন স্বাদের সিনেমা। কী কী থাকছে তালিকায়, দেখে নিন-

These cinema are going to release this december

বেবি জন- বরুণ ধাওয়ান অভিনীত ছবিটি আসলে থালাপতি বিজয়ের ‘থেরি’ ছবির রিমেক। সিনেমায় (Cinema) বরুণ ছাড়াও রয়েছেন ওয়াকিমা গাব্বি এবং কীর্তি সুরেশ। আগামী ২৫ শে ডিসেম্বর মুক্তি পেতে চলেছে ছবিটি।

বনবাস- পরিবারের সবাইকে সঙ্গে নিয়ে দেখার মতোই একটি ফ্যামিলি ড্রামা হতে চলেছে এটি। থাকছেন নানা পাটেকর, সিমরত কউর এবং উৎকর্ষ শর্মা। আগামী ২০ শে ডিসেম্বর মুখে পাবে ছবিটি।

ওয়েলকাম টু দ্য জঙ্গল- অক্ষয় কুমার, সুনীল শেট্টি, রবীনা ট্যান্ডন, জ্যাকলিন ফার্নান্ডেজ, দিশা পাটানি, পরেশ রাওয়াল, জনি লিভার, রাজপাল যাদব, তুষার কাপুর, জ্যাকি শ্রফ, আরশাদ ওয়ারসির আরো আরও নামজাদা অভিনেতা অভিনেত্রীদের নিয়ে মাল্টি স্টারার কমেডি ড্রামা সিনেমা (Cinema) হতে চলেছে এটি। আগে ২০ শে ডিসেম্বর মুক্তির তারিখ ঘোষণা হলেও সম্ভবত এবার বদলাতে চলেছে তারিখ।

 আরো পড়ুন :ঐতিহাসিক! প্রথম বার অস্কারের মনোনয়নে বাংলা গান, বিরাট স্বীকৃতি পাওয়ার অপেক্ষায় ইমন

সিতারে জমিন পর- আমির খানের ব্লকবাস্টার হিট ‘তারে জমিন পর’ এর সিক্যুয়েল ছবি (Cinema) হতে চলেছে এটি। এই সিনেমার হাত ধরেই অনেকদিন পর আবারো পর্দায় ফিরবেন আমির। তাঁর বিপরীতে থাকছেন জেনেলিয়া দেশমুখ। স্প্যানিশ ছবি ‘চ্যাম্পিয়নস’ এর রিমেক এই ছবিটি মুক্তি পেতে চলেছে ২৫ শে ডিসেম্বর।

আরো পড়ুন :মানতে পারেননি বিচ্ছেদ, ফাঁকা বাড়িতে প্রাক্তন প্রেমিকের সঙ্গে যা করলেন নার্গিসের বোন… শুনলে রাতের ঘুম উড়বে!

পুষ্পা ২: দ্য রুল- আল্লু অর্জুন এবং রশ্মিকা মন্দানার ‘পুষ্পা: দ্য রাইজ’ এর সিক্যুয়েল এটি। প্যান ইন্ডিয়া ছবি হতে চলেছে পুষ্পা: দ্য রুল। এবারে তেলুগু, হিন্দি, তামিল, কন্নড়, মালয়ালম ছাড়াও বাংলা ভাষাতেও মুক্তি পাবে এই ছবি। আগামী ৫ ডিসেম্বর দেশ জুড়ে মুক্তি পেতে চলেছে পুষ্পা: দ্য রুল।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর