বাংলা হান্ট ডেস্ক: আমাদের দেশে (India) বিপুল সংখ্যক মানুষ ব্যাঙ্কেই টাকা জমা রাখার পথকে বেছে নেন। মূলত এক্ষেত্রে ঝুঁকি থাকে না বললেই চলে। আর এই কারণেই ব্যাঙ্কে FD (Fixed Deposit)-র মাধ্যমে বিনিয়োগের পথে হাঁটেন অনেকে। এমতাবস্থায়, ব্যাঙ্কগুলি FD-র ক্ষেত্রে বিভিন্ন রকমের সুদ প্রদান করে।
এমতাবস্থায়, আপনিও যদি FD-র জন্য উচ্চ সুদের হারের বিকল্প খোঁজেন সেক্ষেত্রে এই প্রতিবেদনটি আপনার জন্য নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হবে। কারণ, চলতি মাসে FD-তে সুদের হার বৃদ্ধি করেছে তিনটি ব্যাঙ্ক। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, ওই ব্যাঙ্কগুলিতে ২ কোটি টাকার কম FD-তে ৯.২৫ শতাংশ পর্যন্ত সুদ প্রদান করা হচ্ছে। চলুন জেনে নিই কোন কোন ব্যাঙ্কে এই হারে সুদ দেওয়া হচ্ছে।
১. উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক (Ujjivan Small Finance Bank): এই ব্যাঙ্ক সাধারণ বিনিয়োগকারীদের জন্য ৩.৭৫ শতাংশ থেকে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে। মূলত, ১৫ মাসের FD-তে ব্যাঙ্ক সর্বোচ্চ ৮.৫ শতাংশ হারে সুদ দিচ্ছে। পাশাপাশি, প্রবীণ নাগরিকরা সমস্ত মেয়াদের FD-তে অতিরিক্ত ০.৫০ শতাংশ সুদ পাচ্ছেন। এছাড়াও, ১ বছরের FD-তে ৮.২৫ শতাংশ, ৯৯০ দিনের FD-তে ৭.৭৫ শতাংশ এবং ৫ বছরের FD-তে ৬.৫০ শতাংশ সুদ প্রদান করা হচ্ছে।
আরও পড়ুন: গার্ডেনরিচের তৈরি যুদ্ধজাহাজই এবার বধ করবে চিনা সাবমেরিন! সমুদ্রে ঝড় তুলবে “অগ্রয়” ও “অক্ষয়”
২. শিবালিক স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক (Shivalik Small Finance Bank): উল্লেখ্য যে, শিবালিক স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক সাধারণ বিনিয়োগকারীদের ৩.৫০ শতাংশ থেকে ৮.৭০ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে। পাশাপাশি, প্রবীণ নাগরিকদের ৪ শতাংশ থেকে ৯.৪০ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে ব্যাঙ্কটি। এছাড়াও, এই ব্যাঙ্কে সর্বোচ্চ সুদ ১২ মাস থেকে ১৮ মাসের FD-তে পাওয়া যায়। পাশাপাশি, ব্যাঙ্কে ৫ বছরের FD-তে ৭ শতাংশ সুদ দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: অশ্লীল কনটেন্টের রমরমা! অভিযোগ পেয়েই কড়া অ্যাকশন কেন্দ্রের, ব্লক করা হল ১৮ টি OTT, ১৯ টি ওয়েবসাইট
৩. সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক (Suryoday Small Finance Bank): সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক বিনিয়োগকারীদের জন্য ৪ শতাংশ থেকে ৯.০১ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে। পাশাপাশি, সিনিয়র সিটিজেনদের জন্য উপলব্ধ থাকছে ৪.৪০ শতাংশ থেকে ৯.২৫ শতাংশ পর্যন্ত সুদ। এদিকে, এই ব্যাঙ্কে সবচেয়ে বেশি সুদ দেওয়া হচ্ছে FD-তে। যেটি হল ৯.২৫ শতাংশ। পাশাপাশি, এই ব্যাঙ্কে ৫ বছরের FD-তে ৮.২৫ শতাংশ সুদ দেওয়া হচ্ছে বলেও জানা গিয়েছে।