সুপার এইটে এই তিন প্লেয়ার ডোবাবে ভারতকে, ভেঙে দেবে টিম ইন্ডিয়ায় কাপ জয়ের স্বপ্ন

   

বাংলা হান্ট ডেস্ক: T20 বিশ্বকাপে (ICC Men’s T20 World Cup) ইতিমধ্যেই সুপার এইটে খেলার যোগ্যতা অর্জন করেছে ভারতীয় দল (India National Cricket Team)। এবার তারা মুখোমুখি হবে দুর্দান্ত ফর্মে থাকা অস্ট্রেলিয়া (Australia) এবং আফগানিস্তানের (Afghanistan)। এদিকে, এখনও পর্যন্ত এই টুর্নামেন্টে টিম ইন্ডিয়ার পারফরম্যান্স খুব একটা খারাপ ছিল না।

যদিও, দলে এমন ৩ জন খেলোয়াড় রয়েছেন যাঁরা এই মুহূর্তে ফর্মে নেই। এমতাবস্থায়, সুপার এইটে তাঁদের খারাপ ফর্ম সামগ্রিকভাবে দলের ওপর চাপ সৃষ্টি করতে পারে। বর্তমান প্রতিবেদনে আজ আমরা ৩ খেলোয়াড়ের প্রসঙ্গ উপস্থাপিত করছি।

These three players are raising India's concerns in the Super Eight.

১. বিরাট কোহলি: ভারতীয় দলের রান মেশিন বিরাট কোহলির ব্যাট এই পুরো বিশ্বকাপে এখনও পর্যন্ত নীরব থেকেছে। যা টিম ইন্ডিয়ার জন্য সবচেয়ে বড় উদ্বেগের বিষয়। T20 বিশ্বকাপে এখনও পর্যন্ত ৩ ম্যাচে মাত্র ৫ রান করেছেন বিরাট। যেখানে আমেরিকার বিপক্ষে তিনি গোল্ডেন ডাকে আউট হন।

আরও পড়ুন: “সবকিছুই হ্যাক করা যায়”, EVM নিয়ে বিস্ফোরক দাবি মাস্কের, চটে লাল বিজেপি

২. শিবম দুবে: পাকিস্তানের বিপক্ষে শিবম দুবেও ভালো পারফরম্যান্স প্রদর্শন করতে পারেননি। কিন্তু USA-র বিপক্ষে তিনি ৩১ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেন। তবে সুপার এইটে অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের মতো ফর্মে থাকা দলগুলির মুখোমুখি হবে ভারত। এমতাবস্থায়, দুবে ওই দলগুলির বিরুদ্ধে প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স করতে পারেন কিনা সেটাই এখন দেখার বিষয়। তিনি, বিশ্বকাপ দলে নির্বাচিত হওয়ার পর বিশেষ কিছু করতে পারেননি। এমনকি, IPL-এর দ্বিতীয়ার্ধেও শিবমের পারফরম্যান্স ছিল খুবই সাধারণ।

আরও পড়ুন: হয়ে গেল কনফার্ম! গম্ভীরই হচ্ছেন ভারতীয় দলের হেড কোচ, এইদিন ঘোষণা করবে BCCI

৩. রবীন্দ্র জাদেজা: ভারতীয় দলের অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা এই বিশ্বকাপে এখনও নজর কাড়তে পারেননি। সবথেকে অবাক করার মতো বিষয় হল, এই বিশ্বকাপে এখনও জাদেজা কোনো রান করতে পারেননি এবং উইকেট ও ক্যাচও নিতে পারেননি। এমতাবস্থায়, সুপার এইটের লড়াইতে জাদেজার ফর্মে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যথায়, ভারতের T20 বিশ্বকাপ জয়ের স্বপ্ন অধরা থেকে যেতে পারে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর