বাংলা হান্ট ডেস্কঃ প্রায় ১৮ বছর পর টি-টোয়েন্টি এবং একদিনের ম্যাচের সিরিজ খেলতে ফের একবার পাকিস্তান পৌঁছলো নিউজিল্যান্ড দল। যদিও গত এক বছর আগেও পাকিস্তান সফরে এসেছিল তারা কিন্তু করাচিতে দলের হোটেলের বাইরে বিস্ফোরণের পর দল সফর মাঝপথে বাতিল করে ফিরে যেতে হয় তাদের। এবার শ্রীলঙ্কার প্রাক্তন ব্যাটসম্যান থিলান সামারাবীরাও নিউজিল্যান্ড দলের সঙ্গে ব্যাটিং কোচ হিসেবে পাকিস্তানে এসেছেন।
শ্রীলঙ্কার প্রাক্তন মিডল অর্ডার ব্যাটসম্যানের এর আগের পাকিস্তান সফরের স্মৃতি অবশ্য খুব একটা ভালো নয়। ২০০৯ সালের সেই সফরে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের বাইরে শ্রীলঙ্কা দলের বাসে সন্ত্রাসী হামলা হয়। সেই সন্ত্রাসীদের হামলাতেই পায়ে গুলি লাগে সামারাবীরার। তার বাম উরুতে একটি বুলেট প্রায় ১২ ইঞ্চি গেঁথে যায়। তার ক্রিকেট জীবন শেষ করে দেওয়ার জন্য এই গুলিটিই যথেষ্ট হতে পারত।
কিন্তু সামারাবীরা ক্রিকেট জীবনকে এভাবে শেষ হতে দেননি। সেই পাকিস্তান সফরে গুলি লাগার আগে অবধিও দুটি ডাবল সেঞ্চুরি করে ফেলেছিলেন এই শ্রীলঙ্কান ব্যাটসম্যান। গুলি লাগার ফলে অস্ত্রোপচারের পর প্রায় তিন মাস তাকে লড়াই করতে হয়েছিল শরীর এবং মনের সঙ্গে। কিন্তু জিতেছিলেন সামারাবীরাই। ফের একবার শ্রীলঙ্কা দলের দুরন্ত কামব্যাক করেছিলেন তিনি। একই বছরে পাকিস্তানের বিরুদ্ধে নিজের ৫০ তম টেস্ট খেলেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান।
২০০১ সালে ভারতের বিরুদ্ধে অভিষেক ম্যাচেই সেঞ্চুরি করে তিনি বুঝিয়ে দিয়েছিলেন মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে আগামী দিনে কতখানি গুরুত্বপূর্ণ হতে চলেছেন তিনি। অস্ত্রোপচারের পর ফিরে এসেও একইরকমভাবে খেলা চালিয়ে যান সামারাবীরা। কার্যত তার দৌলতেই ২০১১ সালে সাউথ আফ্রিকায় সিরিজ জয় করে শ্রীলঙ্কা। সেই সফরেও দুটি সেঞ্চুরি করেছিলেন এই ব্যাটসম্যান। নিজের কেরিয়ার নিয়ে ওঠা সমস্ত প্রশ্নের মুখের উপর জবাব দিয়েছেন সামারাবীরা। অবশেষে ২০১৩ সালে ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেন তিনি।