বাংলা হান্ট ডেস্ক: আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা! তারপরেই শুরু হতে চলেছে ক্রিকেটের মেগা টুর্নামেন্ট IPL (Indian Premier League)। সূচি অনুযায়ী, আগামী ২২ মার্চ থেকে শুরু হবে এই টুর্নামেন্ট। এমতাবস্থায়, সারা বিশ্বের ক্রিকেট অনুরাগীদের চোখ এখন IPL-এর দিকেই রয়েছে। এই লিগ এমন অনেক তারকাকে তুলে এনেছে যাঁরা পরে জাতীয় দলের হয়ে খেলে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করেছেন। এই মরশুমের IPL-এও নজর থাকবে সেইরকমই কিছু খেলোয়াড়ের দিকে।
শুধু তাই নয়, বর্তমান প্রতিবেদনে আজ আমরা আপনাদের সামনে এমন একজন যুব খেলোয়াড়ের প্রসঙ্গ উপস্থাপিত করব যাঁর ঝোড়ো ব্যাটিং অবাক করে দিয়েছে প্রত্যেককেই। মূলত, আজ আমরা স্বস্তিক চিকারার বিষয়ে জানাবো। উত্তরপ্রদেশের চিকারাকে ২০ লক্ষ টাকায় কিনেছে দিল্লি ক্যাপিটালস। ইউপি-র T20 লিগে চিকারার বিধ্বংসী ব্যাটিং ইতিমধ্যেই সকলের প্রশংসা কুড়িয়েছে। চিকারা খুব অল্প বয়সেই এটা প্রমাণ করেছেন যে তিনি ঝোড়ো ব্যাটিংয়ে সিদ্ধহস্ত।
এই খেলোয়াড়, প্রাক্তন ভারতীয় ওপেনিং ব্যাটার বীরেন্দ্র শেহবাগকে তাঁর আদর্শ বলে মনে করেন। দৈনিক জাগরণকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই বিষয়টি জানান। ওই প্রতিবেদনে বলা হয়েছে, ১৯ তম বলিদানী রামপ্রসাদ বিসমিল ওপেন ক্রিকেট টুর্নামেন্টে ১৬৭ বলে ৫৮৫ রানের ইনিংস খেলেছিলেন চিকারা।
আরও পড়ুন: ৯.২৫%, মার্চ মাসে Fixed Deposit-এ সুদের হার বাড়াল এই তিন ব্যাঙ্ক! গ্রাহকেরা হবেন মালামাল
ব্যাট হাতে হয়ে উঠতে পারেন ভয়ঙ্কর: চিকারার ব্যাটিং বোলারদেরও ভীত করে দেয়। উল্লেখ্য যে, তাঁর এই বিধ্বংসী ব্যাটিংয়ের অন্যতম কারণ হলেন তাঁর বাবা। চিকারার বাবা চান তাঁর পুত্র T20-তে ডাবল সেঞ্চুরি করুক এবং চিকারাও এই চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এমতাবস্থায়, তাঁর এই ভয়াবহ ব্যাটিং বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর থেকে শুরু করে এমএস ধোনির চেন্নাই সুপার কিংস সহ অন্যান্য দলের জন্য বড় হুমকি হতে পারে। সামগ্রিকভাবে, এই ডানহাতি ব্যাটার চলতি মরশুমের একটি বড় আবিষ্কার হয়ে উঠতে পারেন।
আরও পড়ুন: গার্ডেনরিচের তৈরি যুদ্ধজাহাজই এবার বধ করবে চিনা সাবমেরিন! সমুদ্রে ঝড় তুলবে “অগ্রয়” ও “অক্ষয়”
ভুলে যাবেন পন্থকে: এই প্রসঙ্গে জানিয়ে রাখি, পন্থ যখন প্রথম দিকে IPL-এ আসেন, তখন তিনি তাঁর মারকাটারি ব্যাটিং স্টাইলের মাধ্যমে আলোড়ন সৃষ্টি করেন। ২০১৭ সালে, পন্থ দিল্লি ডেয়ারডেভিলস (বর্তমানে দিল্লি ক্যাপিটালস)-এর হয়ে খেলেছিলেন এবং ধামাকা দেখিয়েছিলেন। তার আগে ২০১৬ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে জ্বলে উঠেছিলেন পন্থ। এদিকে, চিকারাও ওই বয়সের একই পর্যায়ে রয়েছেন এবং তিনিও বিধ্বংসী ব্যাটার। পাশাপাশি, পন্থের মতো চিকারাও নির্ভয়ে খেলেন। সবথেকে আশ্চর্যের বিষয় হল, IPL-এ তাঁরা একই দলে রয়েছেন।