বাংলা হান্ট নিউজ ডেস্ক: আগামী শুক্রবার থেকে আরম্ভ হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL 20১৬ তম সংস্করণ। যেহেতু মাঝের তিন বছর সুস্থ, স্বাভাবিকভাবে এই টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব হয়নি, তাই ২০২৩ সালে আয়োজিত হতে চলা আইপিএল নিয়ে সমর্থকদের আগ্রহের অন্ত নেই। আইপিএলে দলবদল নতুন কোন ব্যাপার নয়। কিন্তু আমাদের এই প্রতিবেদন আজকে এমন ৪ ক্রিকেটারকে নিয়ে যারা কিছু নির্দিষ্ট আইপিএল দলে এতটাই প্রতিষ্ঠিত যে তাদের ভক্তরা ভুলেই গিয়েছেন অন্য কিছু নির্দিষ্ট ফ্র্যাঞ্চাইজির হয়েও মাঠে নেমেছিলেন তারা। একে একে দেখে নেওয়া যাক সেই চারটি নাম।
সঞ্জু স্যামসন (KKR): আইপিএলের মঞ্চ থেকেই সকলের নজর কেড়েছিলেন এই প্রতিভাবান তরুণ ক্রিকেটার। বেশ কিছুদিন আইপিএলের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে অর্ধশতরান করার রেকর্ডটি নিজের দখলে রেখেছিলেন। রাজস্থান রয়্যালস এবং দিল্লি ডেয়ারডেভিলসের হয়েই তাকে বেশিরভাগ সময় খেলতে দেখা গিয়েছে কিন্তু অনেকেই জানেন না ২০১২ সালে কলকাতা নাইট রাইডার্স দলের অংশ ছিলেন এই তরুণ তারকা। যদিও নাইটদের হয়ে মাঠে নামার সুযোগ পাননি তিনি।
ডোয়েইন ব্র্যাভো (MI): এই তারকা ক্রিকেটার চেন্নাই সুপার কিংসের হয়ে ধোনির নেতৃত্বে দীর্ঘদিন ধরে আইপিএল খেলছেন। আইপিএলের সবচেয়ে সফল অলরাউন্ডারদের মধ্যে একজন তিনি। বর্তমানে তিনি সিএসকে দলের কোচিংয়ের যুক্ত রয়েছেন। কিন্তু অনেকেই হয়তো জানেন না যে ২০০৮ সালে তার আইপিএল কেরিয়ার আরম্ভ হয়েছিল সচিন টেন্ডুলকারের নেতৃত্বাধীন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে।
শিখর ধাওয়ান (MI): সানরাইজার্স হায়দরাবাদ, পাঞ্জাব কিংস, দিল্লি ক্যাপিটালসের মতো ফ্র্যাঞ্চাইজির জার্সি গায়ে তাকে পারফরম্যান্স করতে দেখতেই অভ্যস্ত অনেকে। কিন্তু অনেকেই হয়তো ভুলে গিয়েছেন যে খুব অল্প সময় হলেও মুম্বাই ইন্ডিয়ান্স (২০০৯, ২০১০) এবং ডেকান চার্জাস (২০১১, ২০১২) দলের অংশ ছিলেন তিনি। কিন্তু সেই সময় খুব বেশি সাফল্য পাননি তিনি।
টিম সাউদি (CSK): বর্তমানে কলকাতা নাইট রাইডার্স দলের অংশ হওয়ার পাশাপাশি তাকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এমনকি মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে পারফরম্যান্স করতেও দেখেছেন অনেকে। কিন্তু অনেকেই জানেন না যে ২০১১ সালে ধোনির নেতৃত্বে আইপিএল চলছে চেন্নাই সুপার কিংস দলের অংশও ছিলেন তিনি।