বাংলা হান্ট নিউজ ডেস্কঃ যে কোনও আইসিসি টুর্নামেন্টে ভালো পারফরম্যান্স করার অর্থ হলো ওই ক্রিকেটারের গুরুত্ব বেড়ে যাওয়া। আর সেই পারফরম্যান্স যদি আসে টুর্নামেন্টের নক আউট পর্যায়ে, তাহলে সেটা কতটা গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক সেটা আলাদা করে উল্লেখ করার প্রয়োজন নেই। ওই পর্যায়ে পৌঁছে কোনও ক্রিকেটার সাধারণত ঝুঁকি না নিয়ে ধীরে ধীরে নিজের দলকে সাফল্যে পৌঁছে দেওয়ার কথা ভাবেন। কিন্তু এমন কিছু ক্রিকেটারও আছেন যারা ব্যাট হাতে ক্রিজে পৌঁছে তারকা বোলারদের ডেলিভারিগুলিকে গ্যালারিতে ছুঁড়ে ফেলতে ভয় পান না। আমাদের আজকের প্রতিবেদনে আমরা সেই চার ক্রিকেটার এর কথা আলোচনা করতে চলেছি যারা কোন আইসিসি টুর্নামেন্টের নকআউট পর্যায়ে সবচেয়ে বেশি ছক্কা মেরেছেন।
৪. মার্টিন গাপ্টিল: দেশকে একাধিকবার কোনও আইসিসি টুর্নামেন্টের ফাইনালে অবধি পৌঁছতে সাহায্য করেছেন তিনি। কিন্তু দুর্ভাগ্যবশত কোনও ট্রফি দলকে উপহার দিতে পারেননি। তবে আইসিসি টুর্নামেন্টের নকআউট পর্যায় ছক্কা মারার দিক দিয়ে তিনি চতুর্থ স্থানে রয়েছেন ১৫ টি ছক্কা সহ।
৩. অ্যাডাম গিলক্রিস্ট: অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী দলের অন্যতম প্রধান অংশ ছিলেন একসময়। নকআউট পড়বে তিনি যেন আরও বিধ্বংস হয়ে উঠতেন। তিনিও ১৫ টি ছক্কা মেরেছেন আইসিসি টুর্নামেন্টগুলির নকআউট পর্যায়ে, কিন্তু গাপ্টিলের চেয়ে কম ম্যাচ খেলায় এই তালিকায় তাকে তৃতীয় স্থানে রাখা হলো।
২. সৌরভ গঙ্গোপাধ্যায়: আইসিসি টুর্নামেন্টের নকআউট পর্যায় মানেই সৌরভ গঙ্গোপাধ্যায় জ্বলে উঠবেন এমনটা যেন একসময় নিশ্চিত ছিল। একসময় আগ্রাসী ব্যাটিং করা সৌরভ আইসিসি টুর্নামেন্টের নকআউট পর্যায়ে মোট ১৮ টি ছক্কা মেরেছেন।
১. ক্রিস গেইল: তাকে ছাড়া ছক্কা সংক্রান্ত কোনো তালিকায় যেন সম্পূর্ণ হয় না। নিজের সতর্ক ক্যারিয়ারে একাধিকবার আইসিসি টুর্নামেন্টের নকআউট পর্যায়ে মাঠে নামার সুযোগ পেয়েছেন ক্যারিবিয়ান দৈত্য। এই পর্যায়ে তিনি ২১ টি ছক্কা মেরেছেন।