বাংলা হান্ট নিউজ ডেস্ক: অনেকেই বিশ্বাস করে থাকেন যে টেস্ট ক্রিকেট হল বোলার বান্ধব ফরম্যাট। তবে এখানেই ব্যাটসম্যানদের দক্ষতার আসল পরীক্ষা হয়। আর এই ফরম্যাটে যে বোলাররা দাপিয়ে বেড়িয়েছেন তাদের ভয় পেতেন না এমন ব্যাটার খুঁজে পাওয়া মুশকিল। আসুন জেনে নেই টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট নেওয়া পাঁচ বোলার সম্পর্কে। এই তালিকায় রয়েছেন ভারতের একজন কিংবদন্তিও ।
মুথাইয়া মুরলিধরন:
টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন শ্রীলঙ্কার কিংবদন্তি মুথাইয়া মুরালিধরন। টেস্ট ক্রিকেটে ৮০০ টি উইকেট নিয়েছেন তিনি। একই সঙ্গে ওয়ান ডেতে ৫০০-এর বেশি উইকেট নিয়েছেন তিনি। মুরালিধরনের অফস্পিনের রহস্য ভেদ করা কোনও ব্যাটসম্যানের পক্ষেই সহজ ছিল না।
শেন ওয়ার্ন:
অনেকেই বলেই টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় শ্রেষ্ঠ বোলার অস্ট্রেলিয়ার শেন ওয়ার্ন। তিনি এই ফরম্যাটে ৭০৮ টি উইকেট নিয়েছেন। তবে উপমহাদেশের বাইরের বোলার হওয়ায় অনেকে তাকে মুরলির থেকেও এগিয়ে রাখেন। তার স্পিন জাল ভেদ করতে সমস্যায় পড়তেন তাবড় তাবড় তারকা।
জেমস অ্যান্ডারসন:
বিশ্বের সব ময়দানেই সাফল্য পেয়েছে ইংল্যান্ডের সুইং মাস্টার জেমস অ্যান্ডারসন। কোনো ব্যাটসম্যানের পক্ষে তার সুইং বল খেলা সহজ নয়। মেঘলা ওয়েদারে ব্রিটিশ তারকার মুখোমুখি হওয়া যে কোনও প্রতিপক্ষ দলের কাছে আতঙ্কের। সবচেয়ে বেশি টেস্ট উইকেট নেওয়ার নিরিখে তৃতীয় স্থানে রয়েছেন তিনি। তিনি নিয়েছেন মোট ৬৪৯ টি উইকেট এবং এখনও দিব্যি খেলে চলেছেন।
অনিল কুম্বলে:
ভারত তথা বিশ্বের অন্যতম সেরা লেগস্পিনার। কেরিয়ারে রয়েছে এক ইনিংসে ১০ উইকেট নেওয়ার মতো বিরল কৃতিত্ব। সম্পূর্ণ পাটা উইকেটও কব্জির ম্যাজিকে ব্যাটসম্যানদের পরাস্ত করতে সিদ্ধহস্ত ছিলেন টেস্ট ক্রিকেটে কুম্বলে নিয়েছেন ৬১৯ উইকেট। এই তালিকায় তিনিই একমাত্র ভারতীয় বোলার।
গ্লেন ম্যাকগ্রা:
রিকি পন্টিংয়ের সময়ে অস্ট্রেলিয়া ছিল বিশ্বের এক নম্বর দল। সেই সময় দলের এক নম্বর ফাস্ট বোলার ছিলেন গ্লেন ম্যাকগ্রা। ম্যাকগ্রার ক্রমাগত একই লাইন লেংথে বল করে যাওয়ার ক্ষমতা সমস্যায় ফেলতো প্রতিপক্ষ ব্যাটসম্যানদের। টেস্ট ক্রিকেটে তিনি নিয়েছেন ৫৬৩ উইকেট। এই তালিকায় তিনি দ্বিতীয় অস্ট্রেলিয়ান বোলার।