বিরাট রদবদল ‘পরিণীতা’য়, রাতারাতি TRP টপার মেগা ছেড়ে বেরিয়ে গেলেন অভিনেতা

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : সমালোচনাকে কীভাবে সাফল্যে বদলে দিতে হয় তা দেখিয়ে দিয়েছে ‘পরিণীতা’। সিরিয়ালটি (Serial) যখন শুরু হয়েছিল তখন কম তাচ্ছিল্য করেননি দর্শকদের একাংশ। এখন সেই ধারাবাহিকই প্রতি সপ্তাহে টিআরপি তালিকার শীর্ষস্থান দখল করে রাখছে। পরিণীতার (Serial) গল্প, অভিনেতা অভিনেত্রীদের অভিনয় দক্ষতায় মুগ্ধ দর্শকরা। কিন্তু সাফল্যের আনন্দের মাঝেও হঠাৎ এক দুঃসংবাদে মন খারাপ দর্শকদের।

পরিণীতা সিরিয়াল (Serial) ছাড়লেন জনপ্রিয় অভিনেতা

টিআরপি টপার সিরিয়াল (Serial) ছাড়লেন জনপ্রিয় অভিনেতা। এক বছরেই বসু বাড়ির সমস্ত সদস্যরা যেন দর্শকদের ঘরের মানুষ হয়ে উঠেছেন। তাই হঠাৎ করে এক সদস্যের সিরিয়াল (Serial) ছেড়ে দেওয়ার খবরে মন খারাপ দর্শকদের। পরিণীতা ছেড়ে দিচ্ছেন অভিনেতা সোমরূপ দাস। এই সিরিয়ালে রায়ানের খুড়তুতো দাদা তথা বাড়ির বড় ছেলে মৈনাক বসুর চরিত্রে দেখা যাচ্ছিল তাঁকে। কিন্তু এবার এই সিরিয়াল (Serial) থেকে সরে দাঁড়ালেন সোমরূপ।

This actor left trp topper parineeta serial

কেন ছাড়লেন সিরিয়াল: সোশ্যাল মিডিয়ায় এই খবর জানিয়েছেন আশুতোষ বসু ওরফে অভিনেতা সুব্রত গুহ রায়। হঠাৎ কেন সিরিয়াল (Serial) ছাড়লেন সোমরূপ? সুব্রত জানান, কিছু ব্যক্তিগত কাজের কারণে কিছুদিনের বিরতি নিয়েছেন তিনি। অন্য কোনও প্রোজেক্টের জন্য নয়। মন খারাপ হলেও তাঁর এই সিদ্ধান্তকে তাঁরা সম্মান জানান বলে মন্তব্য করেন সুব্রত গুহ রায়।

আরও পড়ুন : দিল্লিতে ঘটা বিস্ফোরণকে জঙ্গি হামলার তকমা দিল কেন্দ্র! বিবৃতি জারি করে কী জানানো হল?

মন খারাপ দর্শকদের: সিরিয়ালে বড় নাতিকে শাসনে রাখলেও বাস্তবে পর্দার দাদুর সঙ্গে দারুণ বন্ডিং মৈনাক ওরফে সোমরূপের। তাঁর চরিত্রের কমিক টাইমিংও দর্শকদের খুবই প্রিয় ছিল। তাঁকে আর সিরিয়ালে (Serial) দেখা যাবে না জেনে মনভার হয়েছে অনেকেরই।

আরও পড়ুন : ‘তোমার বুকগুলো তো…’, সর্বসমক্ষে শালীনতার মাত্রা ছাড়ান মীর, বিষ্ফোরক অভিযোগ স্বরলিপির

পরিণীতা সিরিয়ালের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র মৈনাক। সোমরূপ ধারাবাহিক ছাড়ার পর তাঁর জায়গায় কাকে দেখা যাবে এই সিরিয়ালে, তা এখনও স্পষ্ট নয়। সমস্যা মিটিয়ে তিনি দ্রুত কাজে ফিরে আসুন, এটাই কামনা দর্শকদের।