ব‍্যাকগ্রাউন্ড ডান্সার থেকে আজকের প্রথম সারির নায়ক, ‘দিল তো পাগল হ‍্যায়’তে ছিলেন এই অভিনেতাও!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: নেপোটিজমে ভরা বলিউডে (Bollywood) এমনো বহু অভিনেতা আছেন যারা ফিল্মি ব‍্যাকগ্রাউন্ড থাকা সত্ত্বেও স্ট্রাগল করে নিজের পায়ে দাঁড়িয়েছেন। কেউ সহকারী পরিচালক হিসাবে কাজ করে, কেউ শুটিং সেটে ঝাড়পোঁছ করে, কেউ আবার ব‍্যাকগ্রাউন্ড ডান্সার (Background Dancer) হিসাবে কাজ করার পর অভিনয়ে বড় ব্রেক পেয়েছেন।

এমনি হালের একজন জনপ্রিয় অভিনেতা একসময় ব‍্যাকগ্রাউন্ড ডান্সার হিসাবে কাজ করেছেন একাধিক ছবিতে। শাহরুখ খান, করিশ্মা কাপুর, মাধুরী দীক্ষিত, অক্ষয় কুমার অভিনীত ‘দিল তো পাগল হ‍্যায়’ ছবির গানেও ব‍্যাকগ্রাউন্ড ডান্সারদের মাঝে নাচতে দেখা গিয়েছিল তাঁকে। সেই ছবি ২৫ বছর পূর্ণ হল সম্প্রতি।


১৯৯৭ সালের ৩০ অক্টোবর মুক্তি পেয়েছিল দিল তো পাগল হ‍্যায়। যশ চোপড়া পরিচালিত ছবিটি ব্লকবাস্টার হিট হয়েছিল সে সময়ে। বিশেষ করে ছবির প্রায় প্রতিটি গান এতটাই জনপ্রিয় হয়েছিল যে তার রেশ রয়ে গিয়েছে এখনো। এই ছবিরই একটি গানে এক ব‍্যাকগ্রাউন্ড ডান্সারকে দেখা গিয়েছিল, যিনি বর্তমানের একজন নামী অভিনেতা।

তিনি বলিউডের ‘কবীর সিং’ শাহিদ কাপুর। যদিও সে সময়ে শাহিদকে দেখলে চিনতে পারা দুষ্কর। অভিনেতা হিসাবে ডেবিউয়ের অনেক আগে রীতিমতো রোগা ছিলেন না। তরুণ শাহিদ একাধিক ছবির গানে ব‍্যাকগ্রাউন্ড ডান্সার হিসাবে কাজ করার পর অভিনেতা হিসাবে ডেবিউ করেন।

দিল হো পাগল হ‍্যায় তে নাচার সময়ে গণ্ডগোলও করেছিলেন শাহিদ। ‘লে গয়ি লে গয়ি’ গানের শুটিংয়ের সময়ে বারে বারে নাচের স্টেপ ভুল করছিলেন শাহিদ। আসলে নতুন নতুন শুটিং করায় স্টেপগুলি ভুলে যাচ্ছিলেন তিনি। ফলস্বরূপ গোটা গানের শুটিংয়েরই বারোটা বেজে যায়। ১৫ বার রি টেক করতে হয়েছিল করিশ্মাকে!

সম্পর্কিত খবর

X