বাংলা হান্ট নিউজ ডেস্ক: ক্রিকেট মাঠের কত আশ্চর্য রেকর্ডই না তৈরি হতে থাকে। সাধারণত বড় এবং বিখ্যাত রেকর্ডগুলোই সকলের নজরে তুলে ধরা হয়। কিন্তু কখনও কখনও কিছু ক্রিকেটারের নামের পাশেও এমন খারাপ রেকর্ড যোগ হয়ে যায় যা তারা কখনই করতে চায় না। বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যে চলমান দুই ম্যাচের টেস্ট সিরিজেও তেমনই কিছু দেখা গেছে। যেখানে গত ১০ ইনিংসে রান না করার রেকর্ড গড়েছেন একজন।
এখানে বাংলাদেশের ইবাদত হোসেনের কথা বলা হচ্ছে। শেষ ১০ ইনিংসে ব্যাট হাতে একটিও রান করতে পারেননি এই বঙ্গ ব্যাটসম্যান। বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ৫২১ রানের বড় স্কোর করেছে নিউজিল্যান্ড। এরপর মাত্র ১২৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশ দল। বাংলাদেশের শেষ ব্যাটসম্যান ইবাদত হোসেন শূন্য রানে নট আউট অবস্থায় ড্রেসিংরুমে ফেরেন। এ নিয়ে টানা দশম বার টেস্ট ক্রিকেটে রানের খাতা খুলতে পারেননি ইবাদত।
ইবাদত হোসেনের এই গল্পটি শুরু হয়েছে ২০১৯ থেকে। এরপর গত দু বছর টেস্ট ক্রিকেটের শেষ ১০ ইনিংসে টানা ০ রান করেছেন, যার মধ্যে ৭ বারই অপরাজিত থেকেছেন তিনি। মাত্র ৩ বার আউট হয়েছেন এই ক্রিকেটার। এটি এমন একটি রেকর্ড যা শুধুমাত্র ইবাদত হোসেনের নামেই করা হয়েছে। এর আগে ৯ ইনিংসে খাতা খুলতে পারেননি ক্রিস মার্টিন।
এই টেস্ট সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে ইতিহাস সৃষ্টি করেছে বাংলাদেশ। বে ওভালে অনুষ্ঠিত এই ম্যাচে বাংলাদেশকে ৪০ রানের টার্গেট দিয়েছিল নিউজিল্যান্ড। বাংলাদেশ দল স্বাচ্ছন্দ্যে এই লক্ষ্যমাত্রা অর্জন করে ২ উইকেট হারিয়ে। এই ম্যাচে বিস্ময়কর বোলিং করতে গিয়ে দ্বিতীয় ইনিংসে মোট ৬ উইকেট নেন ইবাদত হোসেন।