বাংলা হান্ট ডেস্ক: চাকরিপ্রার্থীদের জন্য এবার বড় সুখবর! ইতিমধ্যেই রাষ্ট্রায়ত্ত সংস্থা কানাড়া ব্যাঙ্কের তরফে কয়েক হাজার শুন্যপদে কর্মী নিয়োগের (Recruitment) বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ইতিমধ্যেই এই সংক্রান্ত আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এমতাবস্থায়, এই নিয়োগ প্রক্রিয়া সম্পর্কিত বিস্তারিত তথ্য বর্তমান প্রতিবেদনে উপস্থাপিত করা হল।
কানাড়া ব্যাঙ্কে বিপুল কর্মী নিয়োগ (Recruitment):
শূন্যপদের নাম: জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে যে, গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস (শিক্ষানবিশ) পদে কর্মী নিয়োগ (Recruitment) করা হবে।
শূন্যপদের সংখ্যা: এক্ষেত্রে মোট শূন্যপদের সংখ্যা হল ৩,৫০০। যার মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে ১৫০ টি শূন্যপদ। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, নিযুক্তেরা পশ্চিমবঙ্গ সহ দেশের অন্যান্য রাজ্যে প্রশিক্ষণের সুযোগ পাবেন। এই প্রশিক্ষণের মেয়াদ হল ১ বছর।
বয়স: এই পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীদের বয়স হতে হবে ২০ থেকে ২৮ বছরের মধ্যে। তবে, সংরক্ষিতদের ক্ষেত্রে বয়সের ছাড় থাকবে।
শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীদের যে কোনও বিষয়ে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে স্নাতক হতে হবে। তবে, এই পদে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি, স্থানীয় ভাষার পারদর্শিতা এবং শারীরিক সক্ষমতার ভিত্তিতে যোগ্যতা যাচাইয়ের মাধ্যমে কর্মী নিয়োগ (Recruitment) করা হবে বলেও জানা গিয়েছে।
আরও পড়ুন: ৭ বছরে ৪৬,০০০ শতাংশেরও বেশি রিটার্ন! ৭০ পয়সার এই শেয়ারেই রকেটের গতি
বৃত্তির পরিমাণ: এক্ষেত্রে নিযুক্তদের (Recruitment) ১৯৬১ সালের শিক্ষানবিশি আইন মেনে মাসিক ১৫,০০০ টাকা বৃত্তি দেওয়া হবে।
আবেদন পদ্ধতি: আবেদনে ইচ্ছুক প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত ওয়েবসাইটে গিয়ে নাম রেজিস্ট্রেশন করার পর ব্যাঙ্কের ওয়েবসাইটে সমস্ত নথি প্রদানের মাধ্যমে আবেদন করতে হবে।
আরও পড়ুন: বাজেয়াপ্ত করা হবে সম্পত্তি! ED-র কড়া অ্যাকশনে চিন্তা বাড়ল যুবরাজ-ধাওয়ান-রায়নার
আবেদন ফি: এক্ষেত্রে সংরক্ষিত শ্রেণিভুক্ত প্রার্থীরা ছাড়া বাকিদের জন্য ৫০০ টাকার আবেদন ফি ধার্য করা হয়েছে।
আবেদনের শেষ দিন: জানিয়ে রাখি যে, এক্ষেত্রে আবেদনের (Recruitment) শেষ দিন হল আগামী ১২ অক্টোবর, ২০২৫। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য ব্যাঙ্কের ওয়েবসাইট থেকে জানা যাবে।