বাংলা হান্ট ডেস্ক: আপনি কি ব্যাঙ্কে চাকরির স্বপ্ন দেখেন? তাহলে আপনার জন্য এবার রয়েছে দুর্দান্ত সুযোগ। ইতিমধ্যেই IDBI (Industrial Development Bank of India) ব্যাঙ্কের তরফে কর্মী নিয়োগের (Recruitment) বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পাশাপাশি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আবেদনের প্রক্রিয়াও। বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।
মোট শূন্যপদের সংখ্যা: জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে যে, মোট শূন্যপদের সংখ্যা হল ৮৬।
কোন কোন পদে করা হবে নিয়োগ: মূলত, ম্যানেজার সহ অ্যাসিস্টেন্ট জেনারেল ম্যানেজার ও ডেপুটি জেনারেল ম্যানেজার পদে এই কর্মী নিয়োগ সম্পন্ন হবে।
শিক্ষাগত যোগ্যতা: এই শূন্যপদে আবেদনের জন্য আবেদনকারীদের সরকার স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে।
বয়সসীমা: আবেদনের ক্ষেত্রে সর্বনিম্ন বয়সসীমা হল ২৫ বছর সর্বোচ্চ বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে।
আরও পড়ুন: এবার চাঁদে পা রাখবেন ভারতীয় মহাকাশচারীরা! শুরু প্রশিক্ষণ, ISRO জানাল লেটেস্ট আপডেট
বেতন: এক্ষেত্রে বেতন ৭০ হাজার টাকা থেকে শুরু হবে বলে জানা গিয়েছে।
আবেদন প্রক্রিয়া: এমতাবস্থায় আবেদনে ইচ্ছুক প্রার্থীরা আবেদনের জন্য সরাসরি IDBI ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন।
আবেদন ফি: জানিয়ে রাখি যে, এই শূন্যপদে আবেদনের ক্ষেত্রে জন্য জেনারেল, ওবিসি ও আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণির আবেদনকারীদেরকে আবেদন ফি হিসেবে ১০০০ টাকা জমা দিতে হবে। যদিও, জনজাতি ও উপজাতি শ্রেণির আবেদনকারীদের জন্য এই ফি-র পরিমাণ হল ২০০ টাকা।
গুরুত্বপূর্ণ তারিখ: ইতিমধ্যেই এই শুন্যপদের পরিপ্রেক্ষিতে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। যেটি চলবে আগামী ২৫ ডিসেম্বর, ২০২৩ পর্যন্ত।