গলায় QRCode! ডিজিটাল ভারতে ক্যাশ নয়, PhonePe-তে ভিক্ষা নেন মোদীভক্ত এই ভিক্ষুক

বাংলা হান্ট ডেস্ক: দেশজুড়ে প্রচার চলছে “ডিজিটাল ইন্ডিয়া”র। পাশাপাশি, সবকিছুতেই আসছে ডিজিটালাইজেশনের ছোঁয়া। তাই, যুগের সাথে তাল মিলিয়ে নিজের আয়ের পথকেও সম্পূর্ণ ডিজিটাল করে ফেললেন বিহারের বেতিয়া রেল স্টেশনের এক ভিক্ষুক।

জানা গিয়েছে যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরাট ভক্ত হলেন রাজু প্যাটেল নামের ওই ভিক্ষুক। এমনকি, মোদীর জনপ্রিয় অনুষ্ঠান “মন কি বাত”-এর কোনো পর্বই মিস করেন না তিনি। বহু বছর ধরে বেতিয়া স্টেশনে ভিক্ষা করার সুবাদে সকলেই চেনেন তাঁকে।

তবে, এখন তিনি খবরের শিরোনামে উঠে এসেছেন অন্য একটি কারণে। তাঁর বিশেষত্ব হল, তিনি ভিক্ষে নেন ডিজিটাল পেমেন্টের মাধ্যমে। পাশাপাশি, গলায় ঝুলিয়ে রাখেন QR code-ও! প্রধানমন্ত্রীর পাশাপাশি লালু প্রসাদ যাদবেরও বড় ভক্ত রাজু।

এদিকে, ডিজিটাল ভিক্ষা নেওয়ার প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “যুগ বদলেছে। তাই ভিক্ষে নেওয়ার পদ্ধতিও বদল করতে হয়েছে। খুব ছোটবেলা থেকে এখানে ভিক্ষে করছি আমি। ডিজিটাল পেমেন্ট নেওয়ার পেছনেও কারণ রয়েছে। অনেক লোক বলে তাদের কাছে খুচরো নেই। অনেকে বলেন, কার্ড, ই-ওয়ালেটের যুগ। ক্যাশ টাকা নিয়ে ঘুরি না। এখন আমি কী করি বলুন তো!”

পাশাপাশি, তিনি আরও জানান যে, “ওদের কথা ভেবেই আমি একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও ই-ওয়ালেট খুলেছি। ওই ই-ওয়ালেট খেলার পরও বেশিরভাগ মানুষ ভিক্ষে দেন ক্যাশে। তবুও সব ব্যবস্থা রাখতে হয়েছে।”

WhatsApp Image 2022 02 09 at 12.22.51 PM

এছাড়াও, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে গিয়ে বেশ বেগ পেতে হয়েছে বলেও জানিয়েছেন তিনি। পাশাপাশি, আধার ও প্যান কার্ড তৈরি করতে গিয়েও পোড়াতে হয় অনেক কাঠখড়। শেষে প্রয়োজনীয় সমস্ত কিছু সম্পন্ন করে তিনি খুলে ফেলেন ই-ওয়ালেট।

এদিকে, তাঁর এই খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই রাজুর প্রশংসা করেছেন সকলেই। পাশাপাশি, প্রধানমন্ত্রীর ডিজিটাল ইন্ডিয়া ক্যাম্পেন তাঁর ভালো লাগে বলেও জানিয়েছেন রাজু।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর