বাংলাহান্ট ডেস্কঃ ষাটোর্ধ মানুষের করোনা (corona virus) আক্রান্ত হবার ঝুঁকি অত্যন্ত বেশী। করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যাতেও এগিয়ে ষাটোর্ধ রাই। এবার তাই দক্ষিণ-পূর্ব রেলের (south eastern railway) ৯১ জন ষাটোর্ধ কর্মীকে ছাঁটাই করল রেল।
কর্মীদের বিভিন্ন মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে তাদের এর পর আর কাজে আসতে হবে না। কর্মীদের মধ্যে ৮৯ জন নন গেজেটেড ও ২ জন গেজেটেড। কর্মীদের ছাটাই করবার সময় কোনো রকম সহানুভূতি প্রদর্শন করে নি দক্ষিণ পূর্ব রেল। ১৫ দিনের নোটিসে এই কর্মীদের বসিয়ে দেওয়া হয়েছে।
করোনা আক্রান্ত হবার ঝুঁকির পাশাপাশি ঐ কর্মীদের অফিসে কাজ বলতে তেমন কিছু ছিল না। তাই তাঁদের এবার বসিয়ে দেওয়া হল। যদিও দক্ষিণ পূর্ব রেলের এই স্বেচ্ছাচারী সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠছে। সহকর্মীদের এভাবে বসিয়ে দেওয়ায় ক্ষোভ বেড়েছে কর্মীদের মধ্যেও।
পাশাপাশি, রাজস্ব বিভাগের পর এবার কোপ পড়তে চলেছে ভারতীয় রেলের কর্মচারীদের আয়েও, এমনটাই জানা যাচ্ছে সূত্রের মাধ্যমে। জানা যাচ্ছে, ভারতীয় রেল আর্থিক সংকট মেটাতে ওভার টাইম সহ বেশ কিছু ক্ষেত্রে রেল কর্মীদের আয় কমাতে চলেছে।
ভারতীয় রেল বরাবরই ক্ষতিতে চলা একটি সংস্থা। কিন্তু ভারতে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের যত চাকুরি আছে তাদের মধ্যে অন্যতম সেরা চাকুরি রেলের। কর্মচারীদের বিপুল সুবিধার পাশাপাশি ভারতীয় রেলের বেতন কাঠামো বেশ আকর্ষনীয়। কিন্তু এবার সেই রেল কর্মীদের আয়েই বড় কোপ পড়তে চলেছে। জানা যাচ্ছে, মূলত ডি এ ও এলটিএ কমানো হবে। এছাড়া প্রতি কিলোমিটার হিসাবে রেলের ড্রাইভার ও গার্ড যে অতিরিক্ত অর্থ পেতেন তাও পাওয়া যাবে না বলে জানা যাচ্ছে। ৫০% পর্যন্ত কমতে পারে ওভার টাইম বাবদ প্রাপ্ত অংশ। যদিও এখনো পর্যন্ত ভারতীয় রেলের তরফ থেকে আনুষ্ঠানিক ভাবে কিছুই জানানো হয়নি।