বিস্ময় শিশু!বয়স ২৩ মাস দেশ–রাজ্য–জেলার নাম বলতে পারে অনর্গল

 

বাংলা হান্ট ডেস্ক : সম্প্রতি সন্ধান পাওয়া গেছে এক বিস্ময় শিশুর।যে মাত্র ২৩ মাস বয়সে সাধারণ জ্ঞানের একের পর এক বুলি আওড়ে যাচ্ছে। এ শিশু হল উত্তর দিনাজপুরের চোপড়ার দাসপাড়ার ময়ূখ বর্মন।যে ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে রাজ্যে। জানা যাচ্ছে বিজ্ঞানীরা তাকে দেখতে তার বাড়িতে যাচ্ছে।

প্রসঙ্গত আর পাঁচটা শিশুর মত তার মুখেও ঠিক মত কথা ফোটেনি। কিন্তু ওই আধো আধো বুলি নিয়েই যখন ময়ূখ অনায়াসে রাজ্যের ২৩ টি জেলার নাম, দেশের ২৯টি রাজ্য ও তাদের রাজধানীর নাম বলতে শুরু করে।প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রীর নাম পরপর বলে যাচ্ছে।বাবা রাজু বর্মণ জানান, মাত্র ১৫ মাস বয়স থেকেই ময়ূখ যা শুনত তাই মনে রেখে বলতে পারত। তাঁরা চাইছেন ময়ূখের প্রতিভার যেন সঠিক বিকাশ ও ব্যবহার হয়।

IMG 20190720 WA0023

গবেষকরা জানান, ময়ূখের ঘটনা খুবই বিরল। শিশুটির বুদ্ধিমত্তা পরীক্ষা করে দেখা গিয়েছে তা খুবই উচ্চ ক্ষমতাসম্পন্ন। এ ধরনের শিশুরা যা বলা হয় বা শোনে তা সহজেই মনে রাখতে পারে। উল্লেখ্য, ময়ূখের মতোই প্রতিভাধর কৌটিল্য পণ্ডিত। ২০১১ সালে হরিয়ানার কার্নালের এই শিশুটি শিরোনামে এসেছিল তার অসাধারণ স্মৃতিশক্তির জন্য।

সম্পর্কিত খবর