ভারতের মুকুটে নয়া পালক, অস্ট্রেলিয়ার বুকে তৈরি হল ‘লিটল ইন্ডিয়া’, আপনিও চাইলে থাকতে পারবেন সেখানে

বাংলা হান্ট ডেস্ক: এখনও পর্যন্ত আপনি নিশ্চয়ই কানাডাকে (Canada) “দ্বিতীয় ভারত” বা “দ্বিতীয় পাঞ্জাব” হিসেবে অভিহিত করতে দেখেছেন। কারণ, সেখানে ভারতীয়দের জনসংখ্যা অত্যন্ত বেশি। কিন্তু আপনি কি জানেন যে, অস্ট্রেলিয়ার (Australia) হ্যারিস পার্ক (Harris Park) এলাকায় প্রায় ৬ লক্ষ ভারতীয় বসবাস করেন। এমনকি, বর্তমানে সেখানে ভারতীয়দের এই বিপুল জনসংখ্যার বিষয়টি বিবেচনা করে, অস্ট্রেলিয়ান সরকার ঘোষণা করেছে যে সিডনির শহরতলির হ্যারিস পার্ককে “লিটল ইন্ডিয়া” (Little India) নামে অভিহিত করা হবে।

এমতাবস্থায়, এটি নিঃসন্দেহে আমাদের কাছে এক গর্বের বিষয়। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি-7 শীর্ষ সম্মেলন এবং পাপুয়া নিউগিনি সফরের মধ্যে অস্ট্রেলিয়া সফরে রয়েছেন। এদিকে, প্রধানমন্ত্রী মোদী নিজেই এই ঘোষণা করেছেন। তথ্য অনুসারে, সিডনির তিনটি রাস্তার নামকরণ করা হচ্ছে “লিটল ইন্ডিয়া” হিসেবে। বর্তমান প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।

অস্ট্রেলিয়ার “লিটল ইন্ডিয়া” হল এইরকম: অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলের হ্যারিস পার্ক তথা “লিটল ইন্ডিয়া” ভারতীয়দের কাছে অত্যন্ত পছন্দের। অস্ট্রেলিয়ায় সফর করা প্রত্যেক ভারতীয় একবার হলেও এই জায়গাটিতে আসেন। অস্ট্রেলিয়ায় ভারতবর্ষের অভিজ্ঞতা পেতে হলে পর্যটকদের অবশ্যই এখানে আসতে হবে।

Wigram Street-এ রয়েছে শতাধিক ভারতীয় দোকান: উল্লেখ্য যে, হ্যারিস পার্কের সবচেয়ে একচেটিয়া বাণিজ্যিক এবং আকর্ষণীয় এলাকা হল Wigram Street। এখানে প্রচুর ভারতীয়র মুদির দোকান, মশলার দোকান, কাপড় ও গহনার দোকান রয়েছে। পাশাপাশি, অনেক ভারতীয়র ক্যাফে এবং রেস্তোরাঁও এখানে রয়েছে। অস্ট্রেলিয়ায় বসবাসকারী মানুষেরা এখানকার স্ট্রিট ফুড এত পছন্দ করেন যে প্রতিদিন হাজার হাজার জন ভিড় করেন এখানে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, বিদেশে থাকার পরেও ভারতীয়রা এখানে দীপাবলি, হোলির মতো আনন্দ উৎসবগুলি মহাসমারোহে উদযাপন করে।

৬ লক্ষেরও বেশি ভারতীয় বসবাস করেন: অস্ট্রেলিয়ার “লিটল ইন্ডিয়া”-তে ৬ লক্ষেরও বেশি ভারতীয় বসবাস করেন। এঁদের মধ্যে ১৫ শতাংশ মানুষ গুজরাটি, ১১ শতাংশ হিন্দি এবং ৫ শতাংশ মানুষ পাঞ্জাবি ভাষায় কথা বলে। বাকিদের মধ্যে ভারতের বিভিন্ন রাজ্যের মানুষ এখানে রয়েছেন।

whatsapp image 2023 05 24 at 9.32.51 pm

“লিটল ইন্ডিয়া”-তে ভারতীয়দের সংখ্যা সবচেয়ে বেশি: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, “লিটল ইন্ডিয়া”-তে ভারতীয়দের সংখ্যা হল ৪৫.৪ শতাংশ, নেপাল থেকে মানুষ রয়েছেন ৫.৯ শতাংশ। পাশাপাশি, চিনের ৪.২ শতাংশ, লেবাননের ২.৮ শতাংশ এবং ফিলিপাইনের ২.৩ শতাংশ মানুষ এখানে রয়েছেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর