মধ্যবিত্তদের স্বপ্নপূরণ, সস্তার ইলেকট্রিক গাড়ি আনল এই সংস্থা! এক চার্জে চলবে ৪০০ কিমি

Published On:

বাংলাহান্ট ডেস্ক : যতদিন যাচ্ছে ততই ইলেক্ট্রিক গাড়ির উপর নির্ভরতা বাড়ছে। বিভিন্ন সংস্থা তাই ইলেকট্রিক গাড়ি নিয়ে গবেষণা শুরু করেছে। ধীরে ধীরে ভারতের বাজারে জনপ্রিয় হচ্ছে এই ইলেকট্রিক গাড়িগুলি। টাটা মোটরস এবং এমজি মোটর এর মতো একাধিক সংস্থা ভারতের বাজারে বিভিন্ন মডেলের ইলেকট্রিক গাড়ি নিয়ে এসেছে। তবে এইগুলি প্রিমিয়াম গাড়ি। মধ্যবিত্তের ধরা ছোঁয়ার বাইরে এই গাড়িগুলির দাম।

তবে চিন্তার কোনও কারণ নেই। খুব শীঘ্রই সাধারণ মধ্যবিত্ত মানুষের জন্য BYD Seagull ইলেকট্রিক গাড়ি আসতে চলেছে ভারতের বাজারে। জানা যাচ্ছে এই গাড়ির দাম থাকবে 10 লাখের মধ্যে। এই গাড়িকে একবার চার্জ দিলে 400 কিলোমিটার অব্দি চলবে। গাড়ি সংস্থাটি শাংহাই অটো এক্সপো-তে মডেলটির প্রথম লুক সামনে আনে।

3,780 মিলিমিটার লম্বা এই গাড়িটি চার আসন বিশিষ্ট। 1715 মিলিমিটার চওড়া এই গাড়িটির উচ্চতা 1540 মিলিমিটার। স্পোর্টি হেডলাইট, বড় টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম রয়েছে এই গাড়িতে।

30 kwh এবং 38 kwh এর ব্যাটারি বিকল্প মিলবে এই গাড়িতে। এছাড়াও জানা যাচ্ছে এটি বিশ্বের প্রথম ইলেকট্রিক গাড়ি যেটি সোডিয়াম-আয়ন ব্যাটারি প্যাক সম্বলিত। একবার সম্পূর্ণ চার্জ দিলে এই গাড়ি 405 কিমি মাইলেজ দিতে সক্ষম।

এই গাড়িতে থাকা দুটি ইলেকট্রিক মোটর 74 হর্সপাওয়ার এবং আরেকটি 94 হর্সপাওয়ার শক্তি উৎপন্ন করতে সক্ষম। ঘন্টায় সর্বোচ্চ 130 কিলোমিটার গতিবেগ দেবে এই গাড়ি। অন্যান্য বৈশিষ্ট্যর মধ্যে এই গাড়িতে রয়েছে 5 ইঞ্চি ইনস্ট্রুমেন্ট কনসোল, 12.8 ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট স্ক্রিন, LED টেললাইট এবং আইস-ব্রেকিং আইস ডিজাইনের হেডলাইট।

electric car 101398881

বর্তমানে ভারতের বাজারে কম দামের ইলেকট্রিক গাড়ি বলতে রয়েছে টাটা টিয়াগো ইভি এবং এমজি কমেট ইভি। এক চার্জে আড়াইশো কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দেওয়া টাটা টিয়াগো ইভির দাম 8.69 থেকে 12.04 লাখ। অন্যদিকে, এক চার্জে 230 কিলোমিটার রেঞ্জ দেওয়া MG coment গাড়ির দাম 7.98 থেকে 9.98 লাখ টাকা।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

X