আদানি গ্রুপের এই কোম্পানির দাম পৌঁছতে পারে ১,২৮০ টাকায়! ব্রোকারেজ দিল কেনার পরামর্শ

Published on:

Published on:

This company of Adani Group can create a storm in the share market.
Follow

বাংলা হান্ট ডেস্ক: ভারতের অন্যতম শ্রেষ্ঠ ধনকুবের গৌতম আদানির নেতৃত্বাধীন আদানি গ্রুপের একটি গুরুত্বপূর্ণ সংস্থা হল আদানি গ্রিন এনার্জি। বুধবার এই সংস্থার শেয়ারে (Share Market) ০.৯৪ শতাংশের পতন ঘটে। যার ফলে, সংস্থার শেয়ারের দাম ৯৯০.১৫ টাকায় দাঁড়িয়েছে। যদিও, ব্রোকারেজ জেএম ফাইন্যান্সিয়াল এই শেয়ারটির বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছে। শুধু তাই নয়, ওই ব্রোকারেজ ফার্মটি আদানি গ্রিন এনার্জির ক্ষেত্রে ‘বাই’ কলও দিয়েছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এই শেয়ারের ক্ষেত্রে টার্গেট প্রাইস নির্ধারণ করা হয়েছে ১,২৮৯ টাকা। অর্থাৎ, শেয়ারটিতে যথেষ্ট বৃদ্ধির আশা করা হচ্ছে। জানিয়ে রাখি যে, এই শেয়ারটির ৫২ সপ্তাহের সর্বোচ্চ মূল্য ১,২৫০ টাকা এবং ৫২ সপ্তাহের সর্বনিম্ন মূল্য ৭৫৮ টাকা।

শেয়ার মার্কেটে (Share Market) ঝড় তুলতে পারে আদানি গ্রিন এনার্জি:

আদানি গ্রিন এনার্জির ব্লক ডিল: প্রসঙ্গত উল্লেখ্য যে, আদানি গ্রিন এনার্জি সম্প্রতি একটি ব্লক ডিল সম্পন্ন করেছে। যার মাধ্যমে টোটাল এনার্জি কোম্পানিতে ১.৪ শতাংশ শেয়ার ২,১৭৮ কোটিতে বিক্রি করেছে। রিপোর্ট অনুসারে, লেনদেনে ২.২৪ কোটি শেয়ার জড়িত ছিল। যার দাম প্রতি শেয়ার ৯৭০ টাকা। এই লেনদেনে, প্রায় ২.৪৭ কোটি শেয়ার সর্বনিম্ন ৯৭০ টাকা দামে বিক্রি করার কথা ছিল। যার ফলে প্রায় ২,৪০০ কোটি টাকার চুক্তি হত।

This company of Adani Group can create a storm in the share market.

এক্সচেঞ্জ ওয়েবসাইটগুলিতে উপলব্ধ শেয়ারহোল্ডিং প্যাটার্ন অনুসারে, টোটাল এনার্জি তার ২ টি সহযোগী প্রতিষ্ঠান – টোটাল এনার্জি রিনিউয়েবলস ইন্ডিয়ান ওশান লিমিটেড এবং টোটাল এনার্জিস সোলার উইন্ড ইন্ডিয়ান ওশান লিমিটেডের মাধ্যমে এই অংশীদারিত্ব ধারণ করে।

আরও পড়ুন: ভারত হয়ে উঠছে ‘টেক হাব’! মাইক্রোসফ্ট-গুগলের পর বড় ঘোষণা অ্যামাজনের, জানলে হবেন অবাক

আদানি গ্রুপের পরিকল্পনা: জানিয়ে রাখি যে, বন্দর থেকে শুরু করে জ্বালানি পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে বিস্তৃত আদানি গ্রুপ আগামী ৬ বছরে ভারতে ১২ লক্ষ কোটি টাকা পর্যন্ত বিনিয়োগের পরিকল্পনা করেছে। গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি নিজেই এটি জানিয়েছেন। তিনি বলেছেন যে গ্রুপটি পরিকাঠামো থেকে শুরু করে খনি, রিনিউয়েবেল এনার্জি এবং বন্দরসহ অন্যান্য ক্ষেত্রে বড় বিনিয়োগ করবে।

আরও পড়ুন: হাতে রয়েছে ৬৪ কোটি টাকা! নিলামে এই ৪ খেলোয়াড়ের দিকে বিশেষ নজর থাকবে KKR-এর

আদানি বলেন, বিনিয়োগের বিপুল সম্ভাবনা রয়েছে। তাঁর মতে, ‘আমরা আগামী ৬ বছরে ভারতে ১০ থেকে ১২ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করব।’ জানিয়ে রাখি যে, আদানি গ্রুপ ইতিমধ্যেই গুজরাটের খাভদায় বিশ্বের বৃহত্তম রিনিউয়েবল এনার্জি পার্ক তৈরি করছে। যেটি ৫২০ বর্গকিলোমিটার জুড়ে বিস্তৃত। ২০৩০ সালের মধ্যে পূর্ণ ক্ষমতায় পৌঁছলে, ওই পার্কটি ৩০ গিগাওয়াট গ্রিন এনার্জি উৎপন্ন করবে বলে অনুমান করা হচ্ছে। যা প্রতি বছর ৬ কোটিরও বেশি বাড়িতে বিদ্যুৎ সরবরাহের সমতুল্য।

সতর্কীকরণ: শেয়ার বাজারে বিনিয়োগের বিষয়টি অত্যন্ত ঝুঁকির। তাই, বিনিয়োগের আগে অবশ্যই অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করুন।