বাংলা হান্ট ডেস্ক: রতন টাটার মৃত্যুর মাত্র কয়েক মাস পরেই টাটা গ্রুপ একটি বড় সাফল্য অর্জন পেয়েছে। মূলত, টাটা গ্রুপের (Tata Group) সহযোগী প্রতিষ্ঠান টাটা স্টিল হাইড্রোজেন ট্রান্সপোর্টেশনের জন্য পাইপ তৈরি করার ক্ষেত্রে প্রথম ভারতীয় ইস্পাত কোম্পানি হয়ে উঠেছে। এমতাবস্থায়, টাটা স্টিলের এই অর্জন দেশের হাইড্রোজেন মিশনে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
ইতিহাস গড়ল টাটা গ্রুপের (Tata Group) এই কোম্পানি:
এই প্রসঙ্গে, কোম্পানির তরফে জারি করা একটি বিবৃতি অনুসারে জানা গিয়েছে যে, টাটা স্টিলের খোপোলি প্ল্যান্টে তৈরি এবং কলিঙ্গানগর প্ল্যান্টে প্রক্রিয়াজাত করা ইস্পাত পাইপগুলি হাইড্রোজেন ট্রান্সপোর্টেশনের জন্য প্রয়োজনীয় সমস্ত গুণাবলি পূরণ করেছে।
কোম্পানির প্ল্যান্টেই সম্পূর্ণরূপে প্রস্তুত করা হয়েছে: এর পাশাপাশি কোম্পানির পক্ষ থেকে জারি করা বিবৃতি অনুযায়ী, হট-রোল্ড স্টিলের ডিজাইন ও উৎপাদন থেকে পাইপ তৈরি পর্যন্ত সম্পূর্ণ প্রযুক্তি কোম্পানির প্ল্যান্টেই তৈরি করা হয়েছে। এটি গুরুত্বপূর্ণ শক্তি পরিকাঠামো সরবরাহ করার জন্য টাটা স্টিলের ক্ষমতাকে প্রতিফলিত করে। জানিয়ে রাখি যে, ২০২৪ সালে, টাটা গ্রুপের (Tata Group) কোম্পানি টাটা স্টিল গ্যাসীয় হাইড্রোজেন ট্রান্সপোর্টেশনের জন্য হট-রোল্ড ইস্পাত উৎপাদনকারী প্রথম ভারতীয় ইস্পাত কোম্পানি হয়ে ওঠে। বিবৃতিতে বলা হয়েছে যে, “ইতালির একটি শীর্ষস্থানীয় অনুমোদন সংস্থা RINA-CSM S.P.A-তে হাইড্রোজেন কোয়ালিফিকেশন টেস্ট করা হয়েছিল, যা হাইড্রোজেন সংক্রান্ত পরীক্ষা এবং স্পেসিফিকেশনের জন্য পরিচিত।”
আরও পড়ুন: জয় দিয়েই সমাপ্ত হল কেরিয়ারের শেষ ম্যাচ! ক্রিকেটের প্রতিটি ফরম্যাট থেকে অবসর নিলেন ঋদ্ধিমান সাহা
সংস্থাটি বলেছে যে, নতুন হাইড্রোজেন ট্রান্সপোর্টেশনের অনুকূল API X65 গ্রেড পাইপগুলি উচ্চ চাপে (১০০ বার) ১০০ শতাংশ বিশুদ্ধ গ্যাসীয় হাইড্রোজেন ট্রান্সপোর্টেরশনের জন্য ব্যবহার করা যেতে পারে। এই প্রসঙ্গে টাটা স্টিলের ভাইস প্রেসিডেন্ট, মার্কেটিং অ্যান্ড সেলস (ফ্ল্যাট প্রোডাক্টস) প্রভাত কুমার জানান, “টাটা স্টিল ক্রিটিক্যাল স্টিল গ্রেড তৈরির জন্য প্রযুক্তির উন্নয়নে সর্বদাই এগিয়ে আছে। নতুন ERW পাইপের সফল ট্রায়াল এই সেক্টরের জন্য অভ্যন্তরীণভাবে গুরুত্বপূর্ণ ভৌত পরিকাঠামো সরবরাহ করার জন্য আমাদের ক্ষমতা প্রদর্শন করে। আমরা ভারতের জাতীয় হাইড্রোজেন মিশনে অবদান রাখতে পেরে গর্বিত, যা দেশের চলমান ক্লিন এনার্জি ট্রানজিশনের একটি মূল উপাদান।”
আরও পড়ুন: শান্তি নেই! সীমান্তে এবার এই কাণ্ড ঘটাচ্ছে চিন, ফের উদ্বেগ বাড়ছে ভারতের
প্রসঙ্গত উল্লেখ্য যে, টাটা গ্রুপের (Tata Group) চেয়ারম্যান এমেরিটাস রতন টাটার মৃত্যুর কয়েক মাস পর এই কৃতিত্ব অর্জিত হয়েছে। টাটা গ্রুপ যারা লবণ তৈরি থেকে শুরু করে ভেহিক্যাল, বিমান পরিষেবা সফটওয়্যারের ক্ষেত্র সহ বিভিন্ন ব্যবসায় জড়িত রয়েছে। গত বছরের ৯ অক্টোবর রতন টাটা মুম্বাইয়ের ব্রীচ ক্যান্ডি হাসপাতালে প্রয়াত হন। রতন টাটার মৃত্যুর পর তাঁর সৎ ভাই নোয়েল টাটা টাটা ট্রাস্টের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। জানিয়ে রাখি যে, টাটা ট্রাস্ট হল একটি চ্যারিটি গ্রুপ। যাদের টাটা সন্সে ৬৬ শতাংশ অংশীদারিত্ব রয়েছে।