বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই দেশে বুলেট ট্রেন (Bullet Train) সম্পর্কিত প্রকল্পের কাজ শুরু হয়ে গিয়েছে। এমতাবস্থায় জানা গিয়েছে, ম্যানুফ্যাকচারিং কোম্পানি হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডকে (Hindustan Construction Company Limited) ইনফ্রাস্ট্রাকচার সেক্টরের কোম্পানি মেঘা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের (MEIL) সাথে যৌথ উদ্যোগে দেশে বুলেট ট্রেনের স্টেশন নির্মাণের লক্ষ্যে ৩,৬৮১ কোটি টাকার প্রোজেক্ট দেওয়া হয়েছে।
গত মঙ্গলবার এক বিবৃতির মাধ্যমে এই তথ্য প্রকাশ্যে আনা হয়। এদিকে, এই খবর সামনে আসার সাথে সাথেই ওই কোম্পানির শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই শেয়ারের দাম ৫.৯২ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৫.২০ টাকায় বন্ধ হয়েছে বলে জানা গিয়েছে।
কাজের বিবরণ: প্রসঙ্গত উল্লেখ্য যে, ন্যাশনাল হাই-স্পিড রেলওয়ে কর্পোরেশন লিমিটেড (National High Speed Rail Corporation Limited, NHSRCL) ৫০৮.১৭ কিমি দীর্ঘ মুম্বাই-আহমেদাবাদ হাই-স্পিড রেলের বান্দ্রা কুর্লা কমপ্লেক্স স্টেশন তৈরির জন্য এই চুক্তি প্রদান করেছে।
এই প্রসঙ্গে হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানি এক বিবৃতির মাধ্যমে জানিয়েছে যে, বান্দ্রা কুর্লা কমপ্লেক্স বুলেট ট্রেন স্টেশনে ছয়টি প্ল্যাটফর্ম থাকবে। এমতাবস্থায়, প্রতিটি প্ল্যাটফর্ম প্রায় ৪১৪ মিটার হবে। যেটি ১৬ কোচ বিশিষ্ট বুলেট ট্রেনের জন্য যথেষ্ট। পাশাপাশি, ওই স্টেশন মেট্রো এবং সড়ক পরিবহণ মাধ্যমেও যুক্ত থাকবে। শুধু তাই নয়, ওই স্টেশনটি মুম্বাই-আহমেদাবাদ হাই-স্পিড রেলওয়ে করিডোরের একমাত্র ভূগর্ভস্থ স্টেশন হবে। জানা গিয়েছে, স্টেশনটিকে ভূপৃষ্ঠ থেকে প্রায় ২৪ মিটার গভীরে নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। সর্বোপরি, স্টেশটিতে তিনটি তলা থাকবে।
তৃতীয় ত্রৈমাসিকে কেমন ছিল পারফরম্যান্স: উল্লেখ্য যে, ডিসেম্বরের ত্রৈমাসিকে ওই কোম্পানির আয় কিছুটা কমেছে। মূলত, ওই সময়ে আয়ের পরিমানের চেয়ে কোম্পানির সামগ্রিক ব্যয়ের পরিমান বেশি ছিল। যদিও, সেপ্টেম্বরের ত্রৈমাসিকে কোম্পানিটি আয়ের পাশাপাশি সঞ্চয় করতেও সক্ষম হয়েছিল। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, শেয়ার বাজারে হিন্দুস্তান কনস্ট্রাকশনের ৫২ সপ্তাহের অর্থাৎ এক বছরে সর্বোচ্চ শেয়ার দর হল ২২.৭০ টাকা। পাশাপাশি, সর্বনিম্ন শেয়ার দর হল ১০.৫৫ টাকা।