৭ বছরে ৪৬,০০০ শতাংশেরও বেশি রিটার্ন! ৭০ পয়সার এই শেয়ারেই রকেটের গতি

Published on:

Published on:

This company's stock surprised everyone in the share market.

বাংলা হান্ট ডেস্ক: যুগের সঙ্গে পাল্লা দিয়ে বর্তমান সময়ে বিনিয়োগের ক্ষেত্রে একাধিক মাধ্যম খুলে গিয়েছে। এমতাবস্থায়, অনেকেই শেয়ার বাজারে (Share Market) বিনিয়োগ করে থাকেন। তবে, শেয়ার বাজারে বিনিয়োগে ঝুঁকি থাকলেও সঠিক শেয়ারে বিনিয়োগ করলে হওয়া যায় লাভবান। এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনে আজ আমরা আপনাদের কাছে এমন একটি পেনি স্টকের বিষয়ে জানাবো যেটি ইতিমধ্যেই মাল্টিব্যাগারে পরিণত হয়েছে।

এই শেয়ারে (Share Market) রকেটের গতি:

মূলত, আজ আমরা জানাবো অ্যাপোলো মাইক্রো সিস্টেমসের বিষয়ে। অ্যারোস্পেস অ্যান্ড ডিফেন্স ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত কোম্পানি অ্যাপোলো মাইক্রো সিস্টেমসের শেয়ার (Share Market) গত ৭ বছরে ৪৬,০০০ শতাংশেরও বেশি বেড়েছে। ওই সময়ের মধ্যে কোম্পানির শেয়ারের দাম ৭০ পয়সা থেকে বেড়ে ৩০০ টাকারও বেশি হয়েছে। যার ৫২ সপ্তাহের সর্বোচ্চ দাম ৩৫৪.৬৫ টাকা। যেখানে ৫২ সপ্তাহের সর্বনিম্ন দাম ৮৮.১০ টাকা। উল্লেখ্য যে, অ্যাপোলো মাইক্রো সিস্টেমস তাদের শেয়ার ভাগ করে নিয়েছে।

This company's stock surprised everyone in the share market.

৭ বছরে ৪৬,০০০ শতাংশেরও বেশি ঊর্ধ্বগতি: জানিয়ে রাখি যে, ২০১৮-র ২৭ সেপ্টেম্বর তারিখে অ্যাপোলো মাইক্রো সিস্টেমসের শেয়ারের (Share Market) দাম ৭০ পয়সায় লেনদেন হয়েছিল। গত ২৬ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে কোম্পানির শেয়ারের দাম ৩২৪.৪৫ টাকায় বন্ধ হয়েছে। গত ৭ বছরে, অ্যাপোলো মাইক্রো সিস্টেমের শেয়ারের দাম ৪৬,২৫০ শতাংশ বেড়েছে।গত ৫ বছরে, এই কোম্পানির শেয়ারের দাম ২,৭২১ শতাংশ বেড়েছে। এই নির্দিষ্ট সময়ের মধ্যে, কোম্পানির শেয়ারের দাম ১১.৫০ টাকা থেকে বেড়ে ৩২০ টাকারও বেশি হয়েছে।

আরও পড়ুন: বাজেয়াপ্ত করা হবে সম্পত্তি! ED-র কড়া অ্যাকশনে চিন্তা বাড়ল যুবরাজ-ধাওয়ান-রায়নার

এক বছরে কোম্পানির শেয়ারের দাম ২১৫% বৃদ্ধি পেয়েছে: উল্লেখ্য যে, গত বছরে অ্যাপোলো মাইক্রো সিস্টেমের শেয়ারের (Share Market) দাম ২১৫ শতাংশ বেড়েছে। ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে এই কোম্পানির শেয়ারের দাম ছিল ১০৩.০৫ টাকা। ২৬ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে এই কোম্পানির শেয়ারের দাম ৩২৪.৪৫ টাকায় বন্ধ হয়। এই বছর এখনও পর্যন্ত কোম্পানির শেয়ারের দাম ১৬৯ শতাংশ বেড়েছে। গত ৬ মাসে, কোম্পানির শেয়ারের দাম প্রায় ১৬৫ শতাংশ বেড়েছে। মাত্র ১ মাসে, অ্যাপোলো মাইক্রো সিস্টেমের শেয়ারের দাম ৩৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

আরও পড়ুন: LPG-র দাম থেকে শুরু করে ট্রেনের টিকিট-UPI, ১ অক্টোবর থেকে একাধিক ক্ষেত্রে পরিবর্তন, জানুন

কোম্পানির শেয়ার ১০ ভাগে বিভক্ত হয়েছে: অ্যাপোলো মাইক্রো সিস্টেমস তার শেয়ার (Share Market) ভাগ করেছে। এই মাল্টিব্যাগার কোম্পানিটি তার শেয়ার ১০ ভাগে বিভক্ত করেছে। কোম্পানিটি ২০২৩ সালের মে মাসে শেয়ার ভাগ করে। এই অ্যাপোলো মাইক্রো সিস্টেমস তার ১০ টাকা ফেস ভ্যালুর শেয়ারগুলিকে ১ টাকা ফ্যাস ভ্যালুর ১০ টি শেয়ারে ভাগ করেছে।

বিশেষ দ্রষ্টব্য: শেয়ার বাজারে বিনিয়োগের বিষয়টি অত্যন্ত ঝুঁকির। তাই, কোনও বিনিয়োগের আগে অবশ্যই সেই সম্পর্কে বিশেষজ্ঞদের পরামর্শ গ্রহণ করুন।