সুযোগের সদ্ব্যবহার! এবার সাহারা মরুভূমিতে বিশ্বের সবথেকে বড় সোলার প্ল্যান্ট বানিয়ে ফেলল এই দেশ

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অবাক করা বিষয় সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এবার বিশ্বের সবথেকে বড় সোলার ফার্ম তৈরি করেছে মরক্কো (Morocco)। পাশাপাশি, ভবিষ্যতে তারা রিন্যুয়েবেল শক্তির মাধ্যমেই বিদ্যুৎ উৎপাদন করবে বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, এর মাধ্যমে তারা পেট্রোল, ডিজেল ও কয়লাজাত জ্বালানির ব্যবহার বন্ধ করবে।

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, এই বৃহদাকার সোলার প্ল্যান্টটি সূর্যের আলো না থাকলেও বিদ্যুৎ প্রদানে সক্ষম হবে। জানিয়ে রাখি যে, শক্তি উৎপাদনের ক্ষেত্রে মরক্কো বিশ্বের সবচেয়ে বড় ক্ষেত্র হতে চায়। পাশাপাশি, রিন্যুয়েবেল শক্তির পরিপ্রেক্ষিতে মরক্কো বিশ্বে নিজের অবস্থানও শক্ত করতে চায়।

জানা গিয়েছে, এই ফার্ম মরক্কোর রিন্যুয়েবেল শক্তির চাহিদার প্রায় ৩৫ শতাংশ উৎপন্ন করবে। পাশাপাশি, সাহারা মরুভূমিতে ৩,০০০ একর জমিতে এই প্ল্যান্টটি তৈরি করা হয়েছে। এমতাবস্থায়, এই পাওয়ার প্ল্যান্টটির আয়তন ৩,৫০০ টি ফুটবল মাঠের সমান। এদিকে, এই সমগ্ৰ প্রকল্প থেকে ৫৮০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে। পাশাপাশি, প্রকল্পটির নাম দেওয়া হয়েছে The Noor-Ouarzazate Complex।

বিশ্ব ব্যাঙ্কের মতে, অন্যান্য দেশ থেকে কেনা কয়লা, পেট্রোল এবং ডিজেল থেকে মরক্কো তার ৯৭ শতাংশ শক্তি উৎপাদন করে। এমনিতেই, সারা বিশ্বে জীবাশ্ম জ্বালানি ক্রমশ ফুরিয়ে আসছে। এমন পরিস্থিতিতে, রিন্যুয়েবেল শক্তির প্রয়োজন রয়েছে। এদিকে, এই প্রকল্পের মাধ্যমে ভবিষ্যতে কয়লা, পেট্রোল ও ডিজেলের ঘাটতি এড়ানো যাবে। আর ওই জন্যই এই প্রকল্পটি মরক্কোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মরক্কো সরকার এই প্রকল্প থেকে তার চাহিদার ৪২ শতাংশ তৈরি করতে চায়।

জানা গিয়েছে, ৫৮০ মেগাওয়াট বিদ্যুতের মাধ্যমে ৭.৬০ লক্ষ টনের বেশি কার্বন ডাই অক্সাইড গ্যাস নির্গমন সাশ্রয় করা যাবে। অর্থাৎ পৃথিবীকে দূষণমুক্ত করতে এটি হবে একটি বড় পদক্ষেপ। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, এই প্ল্যান্টটি পুরোনো সোলার প্যানেলের তুলনায় অনেকটাই আলাদা। এটি সরাসরি ইলেকট্রিসিটি গ্রিডে বিদ্যুৎ স্থানান্তর করবে।

morocco solar energy getty 4

মূলত, সোলার প্যানেল এক জায়গায় সূর্যালোক সংগ্রহ করে। যার ফলে তাপ উৎপন্ন হয়। এই তাপ প্যানেলের নিচে পাইপে ভর্তি থাকা তরল লবণকে উত্তপ্ত করে। এই তরল লবণ বাষ্পে পরিণত হয় এবং টারবাইনের দিকে যায়। বাষ্পের চাপ টারবাইনকে চালিত করে। যা বিদ্যুৎ উৎপন্ন করে। গরম লবণের উপস্থিতির কারণে সূর্যাস্তের পরও বিদ্যুৎ উৎপাদন করা যায় এখানে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর