T20 বিশ্বকাপে বাড়ল ভারতের চিন্তা! BCCI সুযোগ না দেওয়ায় রোহিতদের বিরুদ্ধে খেলবেন এই বিধ্বংসী প্লেয়ার

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি বড় প্রসঙ্গ সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এবার চলতি বছরের T20 বিশ্বকাপে (ICC Men’s T20 World Cup) ভারতীয় দলের হয়ে খেলা এক তারকা ভারতের (India) বিরুদ্ধেই নামতে পারেন। হ্যাঁ, প্রথমে বিষয়টি জেনে অবাক হয়ে গেলেও ঠিক এই ঘটনাই এবার ঘটতে পারে। বিষয়টিকে এবার একটু সহজ করে দিই। মূলত, ভারতীয় দলের হয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতানো ভারতীয় ক্রিকেটার উন্মুক্ত চাঁদ (Unmukt Chand) এবার মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে T20 বিশ্বকাপে মাঠে নামতে পারেন।

জানিয়ে রাখি যে, ১২ বছর আগে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতীয় দলকে চ্যাম্পিয়ন করার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন উন্মুক্ত। ২০১২ সালে অনুষ্ঠিত ওই বিশ্বকাপে ভারতীয় দলের অধিনায়ক ছিলেন তিনি। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, ম্যাচটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১১১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন এই খেলোয়াড়। তারপরে তিনি ভারতের অনূর্ধ্ব-২৩ দল এবং ভারত-“A” দলের হয়েও খেলার সুযোগ পেয়েছেন। পাশাপাশি, IPL-এর মঞ্চেও দেখা গিয়েছিল তাঁকে।

This destructive player will play against India as BCCI did not give him a chance

কেন তিনি বিদেশের হয়ে খেলছেন: একটা সময়ে ভারতের ঘরোয়া ক্রিকেটে নিয়মিত দিল্লির হয়ে খেলতেন উন্মুক্ত চাঁদ। তবে, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের পর ঘরোয়া ক্রিকেট সহ IPL-এর মঞ্চে নিয়মিত পারফর্ম করতে পারেননি তিনি। এই কারণে উন্মুক্ত টিম ইন্ডিয়ার সিনিয়র দলে ডাক পাননি। এমতাবস্থায়, উন্মুক্ত ভারতের ক্রিকেট থেকে অবসর  নিয়ে BCCI-এর সাথে সমস্ত চুক্তি শেষ করার মাধ্যমে বিদেশে খেলা শুরু করেন। তাঁকে অস্ট্রেলিয়া, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের ফ্র্যাঞ্চাইজি লিগগুলিতে খেলতে দেখা যায়।

আরও পড়ুন: প্রতি মাসে মিলবে বিপুল টাকা! চাকুরিজীবীদের পাশাপাশি পেনশনভোগীদের জন্য এবার এল দুর্দান্ত সুখবর

এদিকে, আসন্ন T20 বিশ্বকাপে একই গ্রুপে রয়েছে ভারত ও যুক্তরাষ্ট্র। এমতাবস্থায়, এখনও আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক না করা উন্মুক্ত চাঁদের সামনে রয়েছে বড় সুযোগ। ইতিমধ্যেই যুক্তরাষ্ট্র দলে খেলার যোগ্য হয়েছেন তিনি। আগামী মার্চ থেকে এই দলের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পেতে পারেন উন্মুক্ত। তাই, T20 বিশ্বকাপের স্কোয়াডেও তিনি জায়গা পেতে পারেন।

আরও পড়ুন: তরতর করে এগোচ্ছে দেশ! হংকং-কে পেছনে ফেলে বিশ্বের চতুর্থ বৃহত্তম শেয়ার বাজারের তকমা পেল ভারত

তবে, ওই বিশ্বকাপে যদি উন্মুক্ত যুক্তরাষ্ট্রের স্কোয়াডে অন্তর্ভুক্ত থাকেন সেক্ষেত্রে বিষয়টি আকর্ষণীয় হবে। নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ১২ জুন আমেরিকার মুখোমুখি হবে ভারতীয় দল। এমন পরিস্থিতিতে উন্মুক্ত চাঁদ তাঁর পুরনো দল ও পুরনো সতীর্থদের বিরুদ্ধে খেলতে পারেন। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, উন্মুক্ত অতীতে জানিয়েছিলেন, ভারতীয় ক্রিকেট ছাড়ার পর ভারতের বিরুদ্ধেই খেলার ইচ্ছা রয়েছে ৩০ বছর বয়সী এই খেলোয়াড়ের।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর