৫০০ কিমি যেতে খরচ মাত্র ১০০ টাকা! অবিশ্বাস্য কম দামে লঞ্চ হল এই Electric Scooter, চমকে দেবে ফিচার্স

Published On:

বাংলাহান্ট ডেস্ক : ভারতের বাজারে ক্রমশ জনপ্রিয়তা বাড়ছে ইলেকট্রিক স্কুটারের (Electric Scooter)। পেট্রোল চালিত দুচাকার বাহন ছেড়ে অনেকেই বেছে নিচ্ছেন ইভি স্কুটার। দেশের প্রথম সারির বেশ কয়েকটি গাড়ি নির্মাণকারী সংস্থা ইতিমধ্যেই বাজারে লঞ্চ করেছে একাধিক মডেলের ইলেকট্রিক স্কুটার (Electric Scooter)।

বাজার কাঁপাতে আসছে এই ইলেকট্রিক স্কুটার (Electric Scooter)

তবে এবার সবাইকে চমকে দিয়ে দুর্দান্ত মাইলেজ (Mileage) সহ আকর্ষণীয় কম দামে একটি ইলেকট্রিক স্কুটার (Electric Scooter) মডেল লঞ্চ করে তাক লাগিয়ে দিল Ultraviolette। Ultraviolette এর নতুন ই-স্কুটার “Tesseract” লঞ্চ হওয়ার সাথে সাথেই কৌতুহল বেড়েছে গাড়িপ্রেমীদের মনে।

আরও পড়ুন : পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে বিস্ফোরক কালীঘাটের কাকু! নিয়োগ দুর্নীতিতে বড় খবর! CBI চার্জশিটে তোলপাড়

সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে, মাত্র ১০০ টাকা খরচ করলে Ultraviolette Tesseract Electric Scooter টি ৫০০ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে সক্ষম। Ultraviolette জানিয়েছেন, প্রথম ১০ হাজার গ্রাহক তাদের Tesseract Electric Scooter টি কিনতে পারবেন মাত্র ১ লক্ষ ১০ হাজার টাকায়।

আরও পড়ুন : বদলে গেল সব অনুমান! চাঁদের পৃষ্ঠের নিচেই লুকিয়ে “প্রাণ”-এর স্পন্দন? কী জানাল চন্দ্রযান-৩?

পরবর্তীকালে Tesseract মডেলটির এক্স শোরুম মূল্য হবে ১ লক্ষ ৪৫ হাজার টাকা। সংস্থা জানিয়েছে, একবার ফুল চার্জ দিলে এই ইলেকট্রিক স্কুটারটি ২৬১ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দেবে। স্কুটারে ব্যবহৃত ইলেকট্রিক মোটরটি ২০ hp পর্যন্ত পাওয়ার দিতে সক্ষম। সংস্থার দাবি, নয়া এই স্কুটার মাত্র ০.২৯ সেকেন্ডে তুলে ফেলতে পারবে ০ থেকে ৬০ kmph পর্যন্ত গতি।

ফাইটার জেটে থেকে অনুপ্রাণিত হয়ে Tesseract মডেলটির ডিজাইন তৈরি করা হয়েছে বলে জানানো হয়েছে সংস্থার তরফে। এই স্কুটারে ব্যবহার করা হয়েছে ফ্লোটিং DRL এবং ডুয়েল LED প্রোজেক্টার হ্যাডল্যাম্প। Tesseract-এ উইন্ডস্ক্রিন, ৭-ইঞ্চির TFT টাচস্ক্রিন, ৩৪ লিটার আন্ডারসিট, ব্লাইন্ড স্পট মনিটারিং, ওভারটেক অ্যালার্ট, লেন চেঞ্জ আযসিস্ট সহ দেওয়া হয়েছে একাধিক ফিচার্স।

This electric scooter mileage is 500 km within 100 rs

Ultraviolette দাবি করেছে, অত্যাধুনিক Tesseract ইলেকট্রিক স্কুটারটি ঘন্টায় ১২৫ কিলোমিটার পর্যন্ত গতিবেগ দিতে সক্ষম। ভারতের বাজারে তরুণ প্রজন্মের মধ্যে ক্রমশ বাড়ছে ইলেকট্রিক স্কুটির চাহিদা। সেই চাহিদা পূরণে আগামী দিনে Tesseract অত্যন্ত সহায়ক হয়ে উঠবে বলে আশা এই স্কুটি নির্মাণকারী সংস্থার।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X