বাংলা হান্ট ডেস্ক: দেশের (India) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) বহুবার বিভিন্ন জায়গায় সরকারি কোম্পানিগুলির নাম নিতে দেখা গিয়েছে। যেগুলির মধ্যে LIC (Life Insurance Corporation Of India) থেকে শুরু করে SBI (State Bank Of India) এবং HAL (Hindustan Aeronautics Limited)-এর নামও রয়েছে। তবে, এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ওই সংস্থাগুলির মধ্যে থেকেই অন্যতম একটি সংস্থার ডঙ্কা সমগ্র বিশ্বে বাজছে।
মূলত, বিমা সেক্টরের অন্যতম বৃহৎ সংস্থা LIC এবার বিশ্বব্যাপী শক্তিশালী ইন্স্যুরেন্স ব্র্যান্ড হিসেবে বিবেচিত হচ্ছে। ব্র্যান্ড ফাইন্যান্স ইন্স্যুরেন্স ১০০, ২০২৪- এর রিপোর্ট অনুসারে, LIC-র ব্র্যান্ড ভ্যালু ৯.৮ বিলিয়ন মার্কিন ডলারে স্থিতিশীল রয়েছে। পাশাপাশি, এই সংস্থার ব্র্যান্ড স্ট্রেন্থ ইনডেক্স স্কোর হল ৮৮.৩। এছাড়াও, এটির AAA ব্র্যান্ড স্ট্রেন্থ রেটিংও রয়েছে।
বিশ্বের দ্বিতীয় শক্তিশালী ব্র্যান্ড: এই প্রসঙ্গে ব্র্যান্ড ফাইন্যান্স ইন্স্যুরেন্সের বিবৃতি অনুসারে জানা গিয়েছে, ক্যাথে লাইফ ইন্স্যুরেন্সকে LIC-র পরে তালিকায় দ্বিতীয় শক্তিশালী ব্র্যান্ড হিসাবে দেখানো হয়েছে। উল্লেখ্য যে, ক্যাথে লাইফ ইন্স্যুরেন্সের ব্র্যান্ড ভ্যালু ৯ শতাংশ বেড়ে ৪.৯ বিলিয়ন ডলার হয়েছে। এদিকে, এরপরে রয়েছে এনআরএমএ ইন্স্যুরেন্স। যার ব্র্যান্ড ভ্যালু ৮২ শতাংশ বেড়ে ১.৩ বিলিয়ন ডলার হয়েছে। বিবৃতি অনুসারে, চিনের ইন্স্যুরেন্স ব্র্যান্ডগুলি বিশ্বব্যাপী র্যাঙ্কিংয়ে তাদের আধিপত্য বজায় রেখেছে। পিং আন ব্র্যান্ড ভ্যালুতে ৪ শতাংশ বৃদ্ধির মাধ্যমে ৩৩.৬ বিলিয়ন ডলারের ওপর ভর করে তালিকায় শীর্ষে রয়েছে। এরপরে, চায়না লাইফ ইন্স্যুরেন্স এবং সিপিআইসি যথাক্রমে তৃতীয় এবং পঞ্চম অবস্থানে রয়েছে।
আরও পড়ুন: রুদ্ধশ্বাস IPL-এ জমজমাট লড়াই, রিঙ্কুর এই রেকর্ড ভেঙে দিলেন দীনেশ কার্তিক
৩৯,০০০ কোটির বেশি প্রিমিয়াম সংগ্রহ: এদিকে, LIC ইন্ডিয়া ২০২২-২৩ অর্থবর্ষে ৩৯,০৯০ কোটি টাকার সর্বোচ্চ প্রথম বছরের প্রিমিয়াম কালেকশন অর্জন করেছে। যেখানে SBI লাইফ ইন্স্যুরেন্স এবং HDFC লাইফ ইন্স্যুরেন্স যথাক্রমে ১৫,১৯৭ কোটি এবং ১০,৯৭০ কোটি টাকার নতুন প্রিমিয়াম কালেকশন অর্জন করে বেসরকারি সেক্টরকে নেতৃত্ব দিয়েছে। সরকার ২০২২ সালের অগাস্ট থেকে LIC কর্মীদের জন্য ১৭ শতাংশ বেতন সংশোধনের অনুমোদন করেছিল। যার ফলে ১,১০,০০০-এরও বেশি কর্মচারী উপকৃত হয়েছেন।
আরও পড়ুন: নবরাত্রির কয়েক ঘন্টা আগেই ঘটবে বছরের প্রথম সূর্যগ্রহণ! ভাগ্যের চাকা ঘুরবে এই ৫ রাশির
উল্লেখ্য যে, LIC-র শেয়ারগুলিও সম্প্রতি ১,১৭৫ টাকার সর্বকালের সর্বোচ্চ স্তরে পৌঁছে যায়। যা এটিকে ভারতের সবচেয়ে মূল্যবান পাবলিক সেক্টর আন্ডারটেকিং (PSU) বানিয়েছে এবং মার্কেট ভ্যালুয়েশনে SBI-কে ছাড়িয়ে পঞ্চম সবচেয়ে মূল্যবান ভারতীয় তালিকাভুক্ত কোম্পানি হিসাবে তার অবস্থান হাসিল করেছে।