‘অনুরাগের ছোঁয়া’য় হিংসুকুটি সোনার চরিত্রে কে? ফাঁস হল অভিনেত্রীর পরিচয়

বাংলা হান্ট ডেস্ক : এই মুহূর্তে টেলিভিশনের সবচেয়ে পুরনো বাংলা সিরিয়াল (Bengali Serial) একটাই। তা হল স্টার জলসার (Star Jalsha) ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। একঝাঁক নতুন সিরিয়ালের ভিড়েও এখনও রমরমিয়ে চলছে এই ধারাবাহিক। যদিও এই কয়েক বছরের  একাধিকবার মাথাচাড়া দিয়েছে এই সিরিয়াল (Anurager Chhowa) শেষ হয়ে যাওয়ার গুঞ্জন। কিন্তু বরাবরই সমস্ত জল্পনায় জল ঢেলে একের পর এক নতুন প্লট নিয়ে হাজির হয়েছে এই ধারাবাহিক (Anurager Chhowa)।

‘অনুরাগের ছোঁয়া’য় (Anurager Chhowa) সোনার বড়বেলার চরিত্রে কে অভিনয় করবেন?

সময়ের সাথে সাথেই নতুন প্লটের হাত ধরেই এই  ধারাবাহিকে এসেছে একাধিক নতুন চরিত্র। তবে একথা ঠিক আজ পর্যন্ত এতোটুকুও জনপ্রিয়তা কমেনি এই  ধারাবাহিকের নায়ক নায়িকা সূর্য-দীপার (Surjo-Deepa)। তবে এবার দর্শকদের  একঘেয়েমি কাটাতেই  এই ধারাবাহিক আসছে বিরাট বদল। এক লাফে আবার অনেক বছর এগিয়ে যাবে ‘অনুরাগের ছোঁয়া’র (Anurager Chhowa) গল্প।

তবে লিপ নেওয়ার পর আগামী দিনে এই ধারাবাহিকে আর দেখা যাবে না দর্শকদের প্রিয় দুই খুদে অভিনেত্রী সোনা-রুপাকে (Soa-Rupa)। সিরিয়ালের এবার দেখানো হবে সোনা রুপার বড় বেলা। এতদিনে সকলেই জেনে গিয়েছেন আগামীদিনে সূর্য-দীপার  মেয়ে রুপার (Rupa) বড়বেলার চরিত্রে অভিনয় করবেন সকলের প্রিয় রাসমণি অভিনেত্রী দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)।

আরও পড়ুন : ‘চুড়ি পরে বসে থাক…’ চরম কটাক্ষ বৃদ্ধের! নবান্ন অভিযানে ভাইরাল ওই ব্যক্তি আসলে কে জানেন?

তবে রুপা চরিত্রে দিতিপ্রিয়াকে দেখা গেলেও  সোনার বড়বেলার চরিত্রে কাকে দেখা যাবে তা নিয়ে দর্শকমহলে রয়েছে ব্যাপক কৌতূহল। মাঝে শোনা গিয়েছিল এই চরিত্রে অভিনয় করবেন দীপা অভিনেত্রী স্বস্তিকা ঘোষ। যদিও সেই জল্পনা আগেই হেসে উড়িয়ে দিয়েছিলেন পর্দাদীপা। তবে টেলিপাড়া সূত্রে খবর ইতিমধ্যেই এই সিরিয়ালের নির্মাতা সোনা চরিত্রের জন্য নির্বাচন করে ফেলেছেন একেবারে নতুন একজন অভিনেত্রীকে।

Anurager Chhowa

তিনি পেশায় একজন মডেল। নবাগতা এই অভিনেত্রীর নাম সুকন্যা চক্রবর্তী (Sukanya Chakraborty)। জানা যাচ্ছে, অনুরাগের ছোঁয়া সিরিয়ালের হাত ধরেই প্রথমবার অভিনয়ে হাতেখড়ি হবে তাঁর। আর আগামীদিনে এই সোনা-রুপাকে কেন্দ্র করেই এগোবে সিরিয়ালের গল্প। তবে ধারাবাহিক থেকে এখনই বিদায় নিচ্ছেন না সূর্য-দীপা অর্থাৎ দিব্যজ্যোতি দত্ত এবং স্বস্তিকা ঘোষ। জানা যাচ্ছে লিপ নেওয়ার পর সিরিয়ালে তাঁদের দেখা যাবে  সম্পূর্ণ নতুন লুকে। সবমিলিয়ে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আসন্ন পর্বে দর্শকদের জন্য  অপেক্ষা করছে আরও  নতুন চমক। যা দেখার জন্য রীতিমত মুখিয়ে রয়েছেন দর্শকরাও।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর