‘শোলে’র থেকেও বেশি ব্যবসা, অমিতাভের চেয়ে অধিক হিট দিয়েও প্রাপ্য সম্মান পাননি এই ছবির নায়ক

বাংলাহান্ট ডেস্ক : বর্তমানে ছবির (Sholay) সাফল্য বিচার হয় কোন ছবির কতগুলি টিকিট বিক্রি হল, কত ব্যবসা করল তার অঙ্কের উপরে। এখন বলিউডের হিট ছবি মানেই ১০০-২০০ থেকে ১০০০ কোটি ব্যবসার অঙ্ক। তবে সত্তরের দশকে যখন এত ব্যবসার হিসেব নিকেশ ছিল না তখনো একটি ছবি কয়েক কোটি টাকা আয় করেছিল। সেটি ছিল অমিতাভ বচ্চন এবং ধর্মেন্দ্র জুটির ক্লাসিক ছবি ‘শোলে’ (Sholay)। সমগ্র এশিয়া জুড়ে ৩০ কোটি টিকিট বিক্রি করেছিল শোলে। তবে জানলে অবাক হবেন, ওই সত্তরের দশকেই আরো একটি ছবি মুক্তি পেয়েছিল যা কিনা ব্যবসার নিরিখে ছাপিয়ে গিয়েছিল অমিতাভের ছবিকেও।

শোলের (Sholay) থেকেও বড় হিট হয়েছিল এই ছবি

১৯৭৫ সালের ‘শোলে’ (Sholay) প্রথমে তেমন জনপ্রিয়তা না পেলেও পরবর্তীকালে তা ক্লাসিক তকমা পায়। ৩০ কোটি টিকিটই বিক্রি হয়েছিল ছবিটির। তবে শোলের আর চার বছর আগে মুক্তিপ্রাপ্ত একটি ছবি ছাপিয়ে গিয়েছিল এই ছবিকেও। সত্তরের দশকে যা ব্যবসা করেছিল ছবিটি তার বেশ কয়েক বছর পর এক ধাক্কায় আরো বেড়ে যায় টিকিট বিক্রি।

আরো পড়ুন : সৌমিতৃষা অতীত, এখন থেকেই চর্চায় আদৃতের নতুন নায়িকা, কোন অভিনেত্রীর ভাইঝি পারিজাত, জানেন?

হিসেব বদলে দেয় জিতেন্দ্রর ছবি

কথা হচ্ছে ‘কারওয়া’ ছবিটির ব্যাপারে। ১৯৭১ সালে মুক্তি পেয়েছিল এই ছবি। মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন জিতেন্দ্র এবং আশা পারেখ। ১৯৭১ সালে যখন ছবিটি মুক্তি পেয়েছিল তখন দেশে টিকিট বিক্রি হয়েছিল মোট ১.৯ কোটির। কিন্তু বছর কয়েক পর ১৯৭৯ সালে চীনে মুক্তি পায় এই ভারতীয় ছবি। আর তখনই বদলে যায় হিসেব। শোলে (Sholay) কেও পেছনে ফেলে দেয় এই ছবি।

আরো পড়ুন : ঐশ্বর্যকে কখনো মেনেই নেননি পুত্রবধূ রূপে! বিশেষ শর্ত জারি করে রেখেছেন জয়া, ফাঁস করলেন অভিষেক

কত টাকার ব্যবসা করেছিল ছবিটি

চীনে ৮.৮ কোটি টিকিট বিক্রি হয়েছিল কারওয়া ছবির। ২০০০ সালের হিসেব মতো, সমগ্র এশিয়ায় এই ছবির ৩০ কোটিরও বেশি টিকিট বিক্রি হয়েছিল। বক্স অফিসের রিপোর্ট দেখলে জানা যায়, মুক্তির বছরে দেশে প্রায় ৩.৬ কোটি টাকার ব্যবসা করেছিল এই ছবি। কিন্তু পরবর্তীতে টিকিট বিক্রি বাড়তেই হু হু করে বেড়েছিল আয়ও। রিপোর্ট বলে, ছবির সর্বকালীন মোট আয় ৩৫ কোটি টাকারও বেশি। ছবি হিট হওয়ার অন্যতম কারণ ছিল গানগুলি। ‘পিয়া তু আব তো আজা’, ‘চড়তি জওয়ানি মেরি চাল মস্তানি’, ‘দিলবর দিল সে পেয়ারে’র মতো গানগুলি আজো একই রকম হিট শ্রোতাদের মধ্যে।

Sholay

কারওয়া হিট হওয়ার পর জিতেন্দ্র এবং আশা পারেখ জুটির জনপ্রিয়তাও বেড়েছিল পাল্লা দিয়ে। যদিও আরো একটি তথ্য এখানে জানিয়ে রাখি যা আরো বেশি চমকপ্রদ। জানলে অবাক হবেন, ইন্ডাস্ট্রির দুই সুপারস্টার অমিতাভ এবং রাজেশ খান্নার চেয়েও জিতেন্দ্রর কেরিয়ারে হিট ছবির সংখ্যা বেশি। বিগ বি এবং রাজেশ খান্না দুজনে মোট হিট ছবি দিয়েছেন যথাক্রমে ৬৩ এবং ৫৭ টি। কিন্তু জিতেন্দ্রর ঝুলিতে রয়েছে ৬৯ টি হিট ছবি। তবে অমিতাভ রাজেশ খান্নার মতো খ্যাতি পাননি জিতেন্দ্র।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর