বৈভব সূর্যবংশীর এই অভ্যাসই বিপদে ফেলবে তাঁকে? কেরিয়ারেও পড়বে প্রভাব? জানলে অবাক হবেন

Published on:

Published on:

This habit of Vaibhav Suryavanshi can put him in danger.

বাংলা হান্ট ডেস্ক: বিহারের ১৪ বছর বয়সী বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi) ইতিমধ্যেই ক্রিকেট দুনিয়ায় সাড়া ফেলে দিয়েছেন। IPL-এর মঞ্চে তিনি তাঁর দাপট দেখানোর পাশাপাশি ইংল্যান্ড সফরেও দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করেছেন। তিনি এই বয়সে যেভাবে ব্যাটিং করছেন তাতে তিনি যে অদূর ভবিষ্যতে একজন বড় তারকা হয়ে উঠবেন তা আর বলার অপেক্ষা রাখে না।

বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi) নিঃসন্দেহে দুর্ধর্ষ প্লেয়ার:

বিশ্বের সবচেয়ে কঠিন T20 লিগ হিসেবে বিবেচিত IPL-এ মাত্র ৩৫ বলে সেঞ্চুরি করে ইতিহাস তৈরি করেন বৈভব (Vaibhav Suryavanshi)। একের পর এক দাপুটে বোলারের রীতিমতো ঘুম উড়িয়েছিলেন তিনি। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, বৈভব প্রায় প্রতিটি বড় ইনিংসেই বড় বড় ছক্কা মারেন। আর তাঁর এই অভ্যাসই হয়ে উঠতে পারে সমস্যার কারণ। হ্যাঁ, প্রথমে এটি পড়ে অবাক হলেও বিষয়টি কিন্তু চিন্তার।

This habit of Vaibhav Suryavanshi can put him in danger.

মূলত, ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধেও বৈভবের ছয় মারার প্রবণতা বারংবার পরিলক্ষিত হয়েছে। ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে দ্বিতীয় ইউথ টেস্টের প্রথম ইনিংসে দুর্দান্ত শুরু করেছিলেন বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)।এমনকি, টেস্টেও তিনি T20 মোডে খেলে পরপর ২ টি ছক্কা মারেন।

আরও পড়ুন: ১ দিন আগেও স্কোয়াডে ছিল না নাম! ম্যানচেস্টারে অভিষেক ঘটতে পারে ভারতের এই তরুণ খেলোয়াড়ের

তারপরেই ১৪ বলে ২০ রানের ইনিংস খেলার পর তিনি আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। এমতাবস্থায়, বৈভব সূর্যবংশীকে যত তাড়াতাড়ি সম্ভব বুঝতে হবে যে টেস্ট ফরম্যাট T20 এবং ODI থেকে আলাদা। টেস্ট ক্রিকেটে শুরুতেই বোলারদের সম্মান করতে হয়। আর ওই পরীক্ষায় উত্তীর্ণ হলেই বোলারদের প্রতিহত করা যায়। আশা করা যায় বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi) শীঘ্রই এটি আয়ত্ত করতে পারবেন।

আরও পড়ুন: বাড়িতে মজুত থাকা বোমায় ভয়াবহ বিস্ফোরণ! মুর্শিদাবাদে ধ্বংসস্তূপে পরিণত হল তৃণমূল কর্মীর বাড়ি

এদিকে, বৈভব সূর্যবংশীর (Vaibhav Suryavanshi) প্রতিভা এবং পারফরম্যান্স থেকে এটুকুই স্পষ্ট হয়ে গিয়েছে যে, তিনি কেবল T-20 তেই দাপট দেখাবেন না। বরং, বরং ক্রিকেটের ৩ টি ফরম্যাটেই তিনি রাজত্ব করতে পারবেন। তাঁকে শুধু বুদ্ধিমত্তার সাথে খেলতে হবে এবং পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যেতে হবে।