কিছু না জানিয়ে হঠাৎ বাদ পড়ল গুরুত্বপূর্ণ চরিত্র, ঘুরে দাঁড়ানোর আগেই ভাঙন ‘মিঠাই’ পরিবারে!

বাংলাহান্ট ডেস্ক: টিআরপি কমেছে, টাইম স্লটও বদলেছে। কিন্তু ‘মিঠাই’ (Mithai) এর জনপ্রিয়তা যে সম্পূর্ণ রূপে অস্তগত হয়ে গিয়েছে তা অতি বড় নিন্দুকও বলতে পারবে না। আর সেই জনপ্রিয়তার উপরে ভর করেই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে মোদক পরিবার। এখন গল্প চলছে সম্পূর্ণ অন‍্য ট্র‍্যাকে। মুখ‍্য আকর্ষণ সিড মিঠাইয়ের ছোট্ট ছেলে শাক‍্য। খুব শিগগিরি মিঠাইয়ের মৃত‍্যুও দেখানো হবে সিরিয়ালে।

জি বাংলার সবথেকে পুরনো সিরিয়ালগুলির মধ‍্যে অন‍্যতম মিঠাই। সবথেকে জনপ্রিয়ও বটে। একসময় বাংলা সেরার সিংহাসনের বাঁধাধরা দাবিদার ছিল মোদক পরিবার। কিন্তু সময় বদলানোর সঙ্গে সঙ্গে টিআরপিও অনেক কমে গিয়েছে। আগামীতে একেবারেই বদলে যেতে চলেছে মিঠাইয়ের গল্প। বেশ কিছু চরিত্রের অদল বদলও ঘটবে।

Mithai death scaled
ইতিমধ‍্যেই পুরনো চরিত্র সোম ওরবে ধ্রুব সরকার আবারো ফিরে এসেছেন মিঠাইয়ে। কিন্তু শোনা যাচ্ছিল দাদাই ঠাম্মি চরিত্র দুটিকে বিদায় জানাতে হবে গল্প থেকে। এবার নতুন খবর জানা গেল, আরো এক গুরুত্বপূর্ণ চরিত্র বাদ পড়েছে সিরিয়াল থেকে। হঠাৎ করেই নাকি বাদ দিয়ে দেওয়া হয়েছে চরিত্রটিকে।

জানা যাচ্ছে, মিঠাই থেকে বাদ পড়েছে অমরেশ চরিত্রটি। সিদ্ধেশ্বর মোদকের ছোট ছেলে অমরেশের চরিত্রে এতদিন অভিনয় করতে দেখা যাচ্ছিল সন্দীপ চক্রবর্তীকে। তবে বেশ কিছুদিন হয়ে গেল তাঁকে আর দেখা যায় না সিরিয়ালে। এ বিষয়ে সম্প্রতি এক সংবাদ মাধ‍্যমের কাছে দুঃখ প্রকাশ করেছেন অভিনেতা।

sandeep chakraborty mithai 1068x601 1
তাঁকে নাকি হঠাৎ করেই বাদ দিয়ে দেওয়া হয়েছে আগাম কিছু না জানিয়ে। একদিন আচমকাই জানিয়ে দেওয়া হয়েছে যে তাঁকে আপাতত বাদ দেওয়া হয়েছে মিঠাই থেকে। নির্মাতাদের এই সিদ্ধান্তে তিনি যে কষ্ট পেয়েছেন সেটাও জানিয়েছেন সন্দীপ চক্রবর্তী। তবে তিনি এও জানিয়েছেন, দরকার পড়লে আবারো অমরেশ চরিত্রটিকে ফিরিয়ে আনা হবে মিঠাইতে।


Niranjana Nag

সম্পর্কিত খবর