সঙ্কটের সময়ে আদানিকে সাহায্য করলেন এই ভারতীয়! নির্দ্বিধায় কিনে নিলেন ১৫,৪৪৬ কোটি টাকার শেয়ার

বাংলা হান্ট ডেস্ক: আমেরিকান রিসার্চ ফার্ম হিন্ডেনবার্গ (Hindenburg)-এর আদানি গ্রুপ (Adani Group) সম্পর্কিত একটি নেতিবাচক রিপোর্টে সামনে আসার পরই প্রবল ক্ষতির সম্মুখীন হয় ওই গ্রূপ। শুধু তাই নয়, গত ২৪ জানুয়ারি সামনে আসা ওই রিপোর্টের পরে, আদানি সাম্রাজ্যের ভিত রীতিমতো নড়ে যায়। এমতাবস্থায় আদানি গ্রুপ ড্যামেজ কন্ট্রোল করতে একাধিক পদক্ষেপ গ্রহণ করে। যার ফলে গত এক সপ্তাহ ধরে আদানি গ্রূপের শেয়ার ফের উর্ধ্বমুখী হয়েছে।

এদিকে, বর্তমানে সঙ্কটের মধ্যে থাকা গৌতম আদানির জন্য এবার আমেরিকা থেকে সুখবর এসেছে। জানা গিয়েছে, এই কঠিন সময়ে একজন ভারতীয় তাঁকে সাহায্য করেছেন। গত ২ মার্চ বৃহস্পতিবার, আমেরিকার অ্যাসেট ম্যানেজার GQG Partners (GQG) আদানি গ্রুপের ৪ টি কোম্পানিতে ১৫,৪৪৬ কোটি টাকার শেয়ার কিনেছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, এই ডিল এমন সময়ে হয়েছে যখন আদানির ওপর বিনিয়োগকারীদের আস্থা অনেকটাই কমে গিয়েছে। এমন পরিস্থিতিতে এই ডিলটি খুবই গুরুত্বপূর্ণ। এদিকে, এই ডিলটি আদানির পাশাপাশি GQG-এর জন্যও উপকারী হিসেবে বিবেচিত হবে। এই প্রসঙ্গে ব্লুমবার্গের সাথে একটি সাক্ষাৎকারের সময়, GQG-এর CEO রাজীব জৈন নিজেই জানিয়েছেন যে, “আমি সুযোগ পেলেই অবশ্যই বাজি ধরতে চাই এবং সেখান থেকে সরে যাই না।”

১৫,৪৪৬ কোটি টাকার ডিল: জানা গিয়েছে, আদানির কোম্পানিতে ব্লক ডিল হয়েছে। অর্থাৎ, কোম্পানিটি আমেরিকার অ্যাসেট ম্যানেজার GQG-এর সাথে ১৫,৪৪৬ কোটি টাকার সেকেন্ডারি ইক্যুইটি লেনদেন সম্পন্ন করেছে। মূলত, GQG আদানি গ্রূপের ৪ টি কোম্পানির শেয়ারে বিনিয়োগ করেছে। এমতাবস্থায়,আদানি গ্রুপের ফ্ল্যাগশিপ কোম্পানি আদানি এন্টারপ্রাইজের সাথে ৩,৮৭,০১,১৬৮ টি শেয়ারের বিনিময়ে ৫,৪৬০ কোটি টাকার চুক্তি হয়েছে। পাশাপাশি, আদানি পোর্ট ও SEZ-এর ৮,৮৬,০০,০০০ টি শেয়ারের বিনিময়ে ৫,২৮২ কোটি টাকার ডিল মিলেছে। এছাড়াও, আদানি ট্রান্সমিশনকে ২,৮৪,০০,০০০ টি শেয়ারের জন্য ১,৮৯৮ কোটি টাকা এবং আদানি গ্রিন এনার্জিকে ৫,৫৬,০০,০০০ টি শেয়ারের জন্য ২,৮০৬ কোটি টাকার ডিল হয়েছে। এমতাবস্থায়, আদানি গ্রূপ এই বিনিয়োগকে ঋণ কমাতে এবং লিকুইডিটি বাড়াতে ব্যবহার করবে।

কারা লাভবান হবেন: এই চুক্তিটি আদানিকে ঋণ কমানোর পাশাপাশি ক্যাশ ফ্লো কমাতে এবং বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে সাহায্য করবে। এই প্রসঙ্গে আদানি গ্রুপের চিফ ফাইন্যান্স অফিসার জুগেসিন্দর সিং জানিয়েছেন যে, “আমরা আমাদের পরিকাঠামো, পজিটিভ এনার্জি এবং বিনিয়োগকারীদের আস্থা বজায় রাখতে সফল হয়েছি। এই চুক্তির পর আদানির শেয়ারে জোরালো কেনাকাটা দেখা গেছে। একইসঙ্গে শুধু আদানি নয় GQG কোম্পানিও এর সুবিধা পেয়েছে।” উল্লেখ্য যে, GQG আদানির যে ৪ টি কোম্পানির সাথে লেনদেন করেছে, তার মধ্যে ২ টি কোম্পানির প্রোমোটাররা বছরের সর্বোচ্চ ৮৩ থেকে ৮৪ শতাংশ ডিসকাউন্টে শেয়ার বিক্রি করেছেন। এমতাবস্থায়, যদি আমরা গত ২৪ জানুয়ারির দামের সাথে এই ডিলের শেয়ারের দাম তুলনা করি, সেক্ষেত্রেও এই ডিলটি ৭৬ শতাংশের বিশাল ডিসকাউন্টের সাথে সম্পন্ন হয়েছে।

ডিসকাউন্টে মিলেছে শেয়ার:
১. আদানি এন্টারপ্রাইজের শেয়ারের সর্বোচ্চ দাম ছিল ৪,১৯০ টাকা। এই ডিলটিতে তা ৬৭ শতাংশ ছাড়ে ১,৪১০ টাকায় কেনা হয়েছিল।
২. আদানি পোর্টের শেয়ারের দাম ছিল ৯৮৭ টাকা। এই চুক্তিতে তা ৪০ শতাংশ ছাড়ে ৫৯৬ টাকায় কেনা হয়েছিল।
৩. আদানি ট্রান্সমিশনের সর্বোচ্চ দাম ছিল ৪,২৩৬ টাকা। এমতাবস্থায়, এই চুক্তিতে তা ৮৫ শতাংশ ছাড়ে ৬৮৮ টাকায় কেনা হয়েছিল।
৪. আদানি গ্রিনের শেয়ারের সর্বোচ্চ দাম ছিল ৩,০৫০ টাকা। এটি এই ডিলে ৮৪ শতাংশ ডিসকাউন্টে ৫০৫ টাকায় কেনা হয়েছিল।

whatsapp image 2023 03 03 at 3.15.19 pm

কে এই রাজীব জৈন: প্রসঙ্গত উল্লেখ্য যে, গত তিন-চার দিন যাবৎ আদানি গ্রূপের শেয়ারে ব্যাপক উত্থান পরিলক্ষিত হয়েছে। এই আবহে GQG কোম্পানির সাথে ১৫,৪৪৬ টাকার মেগা ডিলটি লাইফলাইন হিসাবে কাজ করেছে। GQG-র চেয়ারম্যান এবং সিইও রাজীব জৈন এই কঠিন সময়ে আদানির কাছে সাহায্যের দূত হিসেবে এসেছেন। এই ডিল বিনিয়োগের চেয়েও বেশি বিশ্বাস অর্জন করতে সাহায্য করবে। রাজীব জৈন GQG পার্টনার স্ট্র্যাটেজির পোর্টফোলিও ম্যানেজার হিসেবে কাজ করেন। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, রাজীব জৈন এই কোম্পানিটি ২০১৬ সালের জুন মাসে শুরু করেছিলেন। ২০২৩ সালে, তাঁর কোম্পানি মর্নিংস্টার ফান্ড ম্যানেজার অফ দ্য ইয়ারের সম্মান পেয়েছে। তিনি ইক্যুইটি ডিলে একজন অভিজ্ঞ হিসেবে বিবেচিত হন। তাঁর শীর্ষ ভারতীয় স্টকগুলির মধ্যে রয়েছে ITC, HDFC, RIL, ICICI, SBI, Infosys, Tata-র মতো বড় নাম।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর