বাংলাহান্ট ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra modi) করোনা পরবর্তী ভারতকে (India) এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন পরিকল্পনা করছেন। করোনা সংকটের মধ্যে ভারতের অর্থনীতি কিছুটা মুষড়ে পড়লেও, তা আবারও সঠিক স্থানে ফিরিয়ে নিতে বদ্ধ পরিকর প্রধানমন্ত্রী।
IBM-এর সিইও-এর সাথে প্রধানমন্ত্রীর বৈঠক
সোমবার দেশের অর্থনীতিকে চাঙ্গা করার জন্য তথ্যপ্রযুক্তি সংস্থা IBM-এর সিইও অরবিন্দ কৃষ্ণার (Arvind Krishna) সাথে ভার্চুয়াল বৈঠক করলেন প্রধানমন্ত্রী মোদী। গোটা বিশ্ব যখন আর্থিক মন্দার মুখে রয়েছে, তখন ভারতে কিন্তু প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বেড়েই চলেছে। দ্রুত আত্মনির্ভর হওয়ার লক্ষ্যে এগোচ্ছে ভারত। আর এটাই সঠিক সময় ভারতে প্রযুক্তি ক্ষেত্রে বিনিয়োগের, সেটাই মোদীজি জানালেন তথ্যপ্রযুক্তি সংস্থা IBM-এর সিইও অরবিন্দ কৃষ্ণাকে।
Had an extensive interaction with CEO of @IBM, Mr. @ArvindKrishna. We discussed several subjects relating to technology, data security, emerging trends in healthcare and education. https://t.co/w9or8NWWbD pic.twitter.com/fCqFbmrzJx
— Narendra Modi (@narendramodi) July 20, 2020
করোনা সংকটের মধ্যেই ভারতের নাগরিকরা ওয়ার্ক ফর্ম হোম পদ্ধতির মাধ্যমে পরিষেবা দেওয়া চেষ্টা করছে। দেশের পরিকাঠামো সঠিক রাখতে নাগরিকরা সচেষ্ট রয়েছেন বলেও জানালেন মোদীজি।
অরবিন্দ কৃষ্ণার বক্তব্য
তথ্যপ্রযুক্তি সংস্থা IBM-এর সিইও অরবিন্দ কৃষ্ণা জানালেন,’ ভারতের প্রধানমন্ত্রী আমাকে এই সময় ভারতে বিনিয়গের সেরা সময় বলে জানিয়েছেন। আমার বিশ্বাস ভারত আত্মনির্ভর মিশনে সফল হবেই। দেশে ২০টি শহরে এক লক্ষ কর্মী আইবিএম কর্মী বর্তমানে কর্মরত রয়েছেন’।
প্রধানমন্ত্রীর পরিকল্পনা
প্রধানমন্ত্রী ভারতের ২০০ টি স্কুলে এআই পাঠ্যক্রম প্রবর্তনের জন্য সিবিএসইয়ের সাথে আইবিএমের ভূমিকার যথেষ্ট প্রশংসা করেছেন। তিনি বলেছেন, দেশে শিক্ষার্থীদের প্রযুক্তি উন্নয়নে প্রাথমিক পর্যায়ে এআই, মেশিন লার্নিংয়ের মতো শিক্ষা দেওয়ার বিষয়ে সরকার চিন্তা ভাবনা করছে।