দুজনে দুই মেরুর, বিয়ের পর থেকেই শুরু হবে ঝগড়াঝাঁটি! রণবীর-আলিয়ার দাম্পত‍্য নিয়ে ঘোষনা জ‍্যোতিষীদের

বাংলাহান্ট ডেস্ক: এপ্রিলের শুরু থেকেই বলিসাড় য় জোর গুঞ্জন। বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রণবীর কাপুর (Ranbir Kapoor) ও আলিয়া ভাট (Alia Bhatt)। এত বছ‍র প‍র অবশেষে সত‍্যি হতে চলেছে রণলিয়া জুটির অনুরাগীদের স্বপ্ন। সূত্রের খবর মানলে, চলতি মাসেই  গাঁটছড়া বাঁধতে চলেছেন রণবীর আলিয়া। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহেই নাকি আর কে হাউসে বসবে তাঁদের বিয়ের আসর।

সম্প্রতি সর্বভারতীয় সংবাদ মাধ‍্যমে রণবীর আলিয়া জুটির বিয়ে ও বিবাহিত জীবন নিয়ে ভবিষ‍্যৎবাণী করেছেন কয়েকজন নামী জ‍্যোতিষী। গণনা করে তাঁরা দাবি করেছেন বলিউডের ‘হটেস্ট কাপল’ এর বিবাহিত জীবন কতটা হট হতে চলেছে।

alia ranbir 1
সুদীপ কোছার নামে এক জ‍্যোতিষীর দাবি, ১৩ এপ্রিলের পরে যেকোনো তারিখে বিয়ে করাই নাকি ভাল হবে রণবীর আলিয়ার জন‍্য। মনীশা খতওয়ানি নায়ে আরেকজনের বক্তব‍্য, এপ্রিল থেকে জুনের মধ‍্যে সময়টা রণলিয়া জুটির বিয়ের জন‍্য সবথেকে ভাল।

দুজনের স্বভাব চরিত্র অবশ‍্য একেবারে বিপরীত ধর্মী বলে দাবি করছেন জ‍্যোতিষীরা‌। তাঁদের মতে, আলিয়া একটু আবেগপ্রবণ। অন‍্যদিকে রণবীর অনেকটাই বাস্তবধর্মী। একে অন‍্যের থেকে সম্পূর্ণ আলাদা হওয়ায় একটু সমস‍্যা দেখা দিতে পারে বলে মনে করছেন জ‍্যোতিষীরা। একজনের মতে, রণবীর ও আলিয়া দুজনকেই মধ‍্যস্থতায় আসতে হবে। দুদিকে সমতা বজায় রেখে চলতে হবে।

আবার মান‍্যা নামে আরেকজন জ‍্যোতিষী রণবীর আলিয়ার বিয়ে নিয়ে বড় ঘোষনা করেছেন। তাঁর বক্তব‍্য, এই বিয়ে খুব একটা সুখের হবে না। বরং ঝগড়া ঝাঁটি ঝামেলা লেগেই থাকবে দম্পতির মধ‍্যে। তিন জ‍্যোতিষীই জানিয়েছেন, একটি সন্তান হবে রণবীর আলিয়ার। এবার ভবিষ‍্যৎবাণী কতটা কী মেলে সেটাই দেখার অপেক্ষা‌।

124451Ranbir hides his face
শোনা যাচ্ছে, মুম্বইয়ের চেম্বুরের আর কে হাউজেই নাকি গোপনে বিয়ে সারবেন রণলিয়া। উপস্থিত থাকবেন শুধু দুই পরিবারের সদস‍্যরা ও ঘনিষ্ঠ কিছু বন্ধুবান্ধবরা। উল্লেখ‍্য, রণবীরের বাবা মা ঋষি কাপুর ও নীতু কাপুরের বিয়েটাও কিন্তু হয়েছিল এই বাড়িতেই।

Niranjana Nag

সম্পর্কিত খবর