বাংলা হান্ট ডেস্ক: শুভমান গিলের টেস্ট অধিনায়কত্বের ঐতিহাসিক সূচনা ভারতীয় ক্রিকেটে নতুন আশা জাগিয়ে তুলেছে। কিন্তু, সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly) বিশ্বাস করেন যে, গিলের চ্যালেঞ্জগুলি সবে শুরু হয়েছে। গত মঙ্গলবার নিজের ৫৩ তম জন্মদিন উদযাপন করার সময় ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ তরুণ অধিনায়ক গিলের দুর্দান্ত পারফরম্যান্স সম্পর্কে তাঁর মতামত জানিয়েছেন। পাশাপাশি, সৌরভ মনে করিয়ে দিয়েছেন যে, এখান থেকেই গিলের নেতৃত্বের চাপ আরও বাড়বে।
কী জানিয়েছেন সৌরভ (Sourav Ganguly)?
জন্মদিন উদযাপনের সময়ে ইডেন গার্ডেন্সে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সৌরভ (Sourav Ganguly) বলেন, “এখনও পর্যন্ত গিলের ব্যাটিংয়ের মধ্যে এটিই আমার সেরা ব্যাটিং এবং এতে আমি অবাক নই।” এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে অধিনায়ক হিসেবে গিল তাঁর প্রথম সিরিজে, ইংল্যান্ডের বিরুদ্ধে এখনও পর্যন্ত ২ টি টেস্ট ম্যাচে ১৪৬.২৫ এভারেজে ৩ টি সেঞ্চুরি সহ মোট ৫৮৫ রান করেছেন। যার মধ্যে ১ টি ডাবল সেঞ্চুরিও রয়েছে।
এদিকে, এজবাস্টনে ভারতের ৩৩৬ রানের অসাধারণ জয় ৫ ম্যাচের টেস্ট সিরিজে কেবল ১-১-এ সমতা আনেনি, পাশাপাশি গিল নিজেও ওই ম্যাচে একাধিক রেকর্ড গড়েছেন। বার্মিংহামে ২৬৯ এবং ১৬১ রানের ইনিংসের ওপর ভর করে গিল ভারতীয় ব্যাটার হিসেবে সর্বোচ্চ ম্যাচ স্কোরের রেকর্ড গড়েছেন এবং ২০০২ সালের ইংল্যান্ড সফরে রাহুল দ্রাবিড়ের ৬০২ রানের রেকর্ডটি ছাড়িয়ে যাওয়া থেকে এখন তিনি মাত্র ১৮ রান দূরে রয়েছেন। যা ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজে কোনও ভারতীয়র সর্বোচ্চ রান হিসেবে বিবেচিত হয়।
আরও পড়ুন: ৪,০০০ কোটি টাকা খরচে….অনিল আম্বানির “পাশে দাঁড়াতে” বিরাট পদক্ষেপ আদানির
তবে, গিলের এহেন অসাধারণ পারফরম্যান্স সত্বেও সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly) সতর্ক করে জানিয়েছেন যে, গিলের সামনের পথ সহজ হবে না। তিনি বলেন, “গিল সবেমাত্র অধিনায়ক হয়েছে, এটি হানিমুন পিরিয়ড। কিন্তু সময়ের সাথে সাথে তার ওপর চাপ আরও বাড়বে। পরবর্তী ৩ টি টেস্ট ম্যাচে এই চাপ আরও বাড়বে।”
আরও পড়ুন: ভারতের এই তারকা প্লেয়ারকে আফ্রিদির সঙ্গে তুলনা করলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, অবাক করবে কারণ
সৌরভ (Sourav Ganguly) বলেন, “ভারতীয় ক্রিকেটে প্রচুর প্রতিভা আছে। প্রতিটি প্রজন্মেই খেলোয়াড় খুঁজে পাওয়া যাবে। মহান গাভাস্কারের পর এসেছেন কপিল দেব, তেন্ডুলকার, দ্রাবিড়, কুম্বলে এবং তারপর কোহলি, এখন গিল, জয়সওয়াল, আকাশ দীপ, মুকেশ, সিরাজ… প্রতিভার প্রাচুর্য দেখুন। প্রতিটি প্রজন্মে, যখনই কোনও শূন্যস্থান তৈরি হয়, নতুন খেলোয়াড়রা এসে তা পূরণ করে। আমি সবসময় এই কথা বলে এসেছি।”