কম বাজেটের ‘দ‍্য কাশ্মীর ফাইলস’এর প্রচার কেন হল না কপিলের শোতে? সামনে এল বিস্ফোরক সত‍্যি!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: দ‍্য কাশ্মীর ফাইলস (The Kashmir Files) এবং দ‍্য কপিল শর্মা শো (The Kapil Sharma) নিয়ে বেশ কিছুদিন ধরেই চর্চা অব‍্যাহত রয়েছে। যে ছবি নিয়ে আজ এত শোরগোল সেই ছবির টিমকেই মুক্তির আগে নিজের শোতে আসার জন‍্য আমন্ত্রণও জানাননি কপিল। প্রখ‍্যাত কমেডিয়ান ও তাঁর শোয়ের বিরুদ্ধে অভিযোগের তীর ছুঁড়েছিলেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। ক্ষুব্ধ নেটনাগরিকরা কপিলের শো বয়কটের ডাক পর্যন্ত দিয়েছিল।

কপিল অবশ‍্য মাঝে মুখ খুলেছিলেন বিষয়টি নিয়ে। নেটিজেনদের আর্জি জানিয়েছিলেন, এক তরফা গল্পে বিশ্বাস না করতে। তাতে অবশ‍্য চিঁড়ে ভেজেনি। এবার কপিলকে স্বস্তি দিয়েই ব‍্যাপারটা নিয়ে সরব হলেন দ‍্য কাশ্মীর ফাইলস অভিনেতা অনুপম খের (Anupam Kher)। তিনি স্পষ্ট করলেন, কেন দ‍্য কপিল শর্মা শোতে এই ছবির প্রচার করা হয়নি।


সম্প্রতি এক সাক্ষাৎকারে বিতর্কটি নিয়ে প্রথম বার মুখ খোলেন অনুপম। তিনি জানান, কপিল নয়, বরং তিনিই যেতে চাননি ওই শোতে। কারণ কপিল শর্মা শো একটি কমেডি শো আর দ‍্য কাশ্মীর ফাইলস যথেষ্ট নির্মম একটি সত‍্য ঘটনার উপরে তৈরি ছবি। কমেডি শোতে এই ছবির একেবারেই মানাত না বলেই মত বর্ষীয়ান অভিনেতার।

কপিলকে নির্দোষ প্রমাণ করে অনুপম বলেন, মুক্তির দু মাস আগেই ‘দ‍্য কাশ্মীর ফাইলস’ এর টিমকে কপিলের শোতে আসার আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু অনুপম নিজের ম‍্যানেজারকে বলেন, যেহেতু ছবিটি অত‍্যন্ত সিরিয়াস একটি বিষয়ের উপরে তৈরি তাই তিনি শোতে যাবেন না। অর্থাৎ কপিল নয়, ছবির টিমের তরফেই শোতে যেতে অস্বীকার করা হয়েছিল।


অনুপম খেরকে পালটা ধন‍্যবাদ জানিয়ে কপিল লেখেন, ‘আমার বিরুদ্ধে সমস্ত মিথ‍্যে অভিযোগের বাস্তবতা প্রমাণ করার জন‍্য ধন‍্যবাদ। আর সেই সব বন্ধুদেরও ধন‍্যবাদ যারা সত‍্যিটাকে না জেনেই আমাকে এত ভালবাসা দিলেন। ভাল থাকুন, হাসতে থাকুন।’ তবে হঠাৎ পরিচালক বিবেক অগ্নিহোত্রী সরাসরি কপিলের শোয়ের বিরুদ্ধে অভিযোগ কেন এনেছিলেন তা জানা যায়নি। সবটাই কি বিতর্ক সৃষ্টি করে ছবির প্রচার কৌশল ছিল? এমন প্রশ্নও উঠছে।

প্রসঙ্গত, এর আগে কপিল দাবি করেছিলেন তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ সত‍্যি নয়। কিন্তু কেউ সেটা বিশ্বাস করতেও রাজি নয়। তবে সোশ‍্যাল মিডিয়ায় কখনো এক তরফা কাহিনিতে বিশ্বাস না করাই উচিত বলেও মন্তব‍্য করেন কপিল।

সম্পর্কিত খবর

X