১ ফেব্রুয়ারি নয়, প্রতি বছর বাজেট পেশ হত এই তারিখে! কেন মোদী সরকার বদলে ফেলে দিন?

বাংলা হান্ট ডেস্ক: দেশের (India) বাজেট (Budget) পেশ হতে আর বেশি দেরি নেই। আগামী মাসের প্রথম দিনেই অর্থাৎ ১ ফেব্রুয়ারি, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman) সংসদে চলতি বছরের বাজেট পেশ করবেন। এদিকে, এই বছর নির্বাচন থাকায় এটিকে নির্বাচনী বাজেট হিসেবেও বিবেচনা করা হচ্ছে এবং সেই কারণে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করা হবে।

এমনিতেই বাজেট নিয়ে সাধারণ মানুষের মনে বিভিন্ন প্রশ্ন থাকে। যেমন “বাজেট” শব্দটি কোথা থেকে এসেছে, দেশের প্রথম বাজেট কত ছিল? কে, কখন ওই বাজেট পেশ করেন ইত্যাদি। এমতাবস্থায়, জানলে অবাক হবেন যে, এর আগে দেশের বাজেট ১ ফেব্রুয়ারি পেশ না হয়ে ফেব্রুয়ারির শেষ দিনে পেশ করা হত। কিন্তু, মোদী সরকার বাজেট সংক্রান্ত পুরোনো প্রথা পাল্টে বাজেটের তারিখ পরিবর্তন করে। বর্তমান প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।

This is why the Modi government changed the budget day

কবে বদলে গেল প্রথা: প্রতি বছর, নতুন অর্থবর্ষ শুরুর আগে, কেন্দ্রীয় সরকার আসন্ন অর্থবর্ষের জন্য ব্যয় এবং রাজস্বের বিবরণ উপস্থাপন করে। এরপর সরকার এই বাজেট সংসদের উভয় কক্ষে পাস করে। ১৮৬০ সালে ব্রিটিশ আমলে দেশে বাজেট উপস্থাপন শুরু হয়। ২০১৭ সালের আগে, দেশের বাজেট ফেব্রুয়ারির শেষ দিনে পেশ করা হত। কিন্তু তৎকালীন অর্থমন্ত্রী অরুণ জেটলি বাজেটের ৯২ বছরের পুরোনো প্রথায় পরিবর্তন এনে ১ ফেব্রুয়ারি এটি পেশ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। এরপর থেকে প্রতি বছর ২৮ বা ২৯ ফেব্রুয়ারির পরিবর্তে বাজেট পেশ করা হয় ১ ফেব্রুয়ারি।

আরও পড়ুন: এবার ঘুম উড়বে বিপক্ষের! কোহলির থেকেও বিধ্বংসী খেলোয়াড় এন্ট্রি নিচ্ছেন টিম ইন্ডিয়ায়

কেন ঘটল পরিবর্তন: বাজেটের প্রথায় এই পরিবর্তনের প্রসঙ্গে তৎকালীন অর্থমন্ত্রী অরুণ জেটলি জানিয়েছিলেন যে, ফেব্রুয়ারির শেষে বাজেট পেশ করার ক্ষেত্রে সরকার সেটিকে কার্যকর করার সময় পায় না। এদিকে, নতুন বাজেট অর্থবর্ষের প্রথম দিন অর্থাৎ ১ এপ্রিল থেকে কার্যকর হয়। এমতাবস্থায়, সরকারের কাছে যাতে আরও সময় থাকে সেজন্য বাজেটের তারিখ ২৮ ফেব্রুয়ারি থেকে পরিবর্তন করে ১ ফেব্রুয়ারি করা হয়।

আরও পড়ুন: কথামতো মাইলেজ দেয়নি গাড়ি, মারুতির বিরুদ্ধে মামলা মালিকের! মিলল এত টাকা ক্ষতিপূরণ

এই রীতিতেও পরিবর্তন এসেছে: নরেন্দ্র মোদী সরকারের বাজেটে বিভিন্ন পরিবর্তন এসেছে। এর মধ্যে রেলের বাজেটও রয়েছে। মোদী সরকারের প্রথম মেয়াদের প্রথম তিন বছরে একটি পৃথক রেল বাজেট পেশ করা হয়েছিল। কিন্তু ২০১৭ সালে তা বন্ধ হয়ে যায়। এরপর সাধারণ বাজেটের সঙ্গে রেল বাজেটও পেশ হতে থাকে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর