ফের গ্রাহকদের বড় উপহার SBI-এর! এবার সস্তায় মিলছে এই লোন, আগামী বছর পর্যন্ত মিলবে সুবিধা

Published On:

বাংলা হান্ট ডেস্ক: প্রত্যেকেই স্বপ্ন দেখেন নিজের একটা গাড়ি কেনার। কিন্তু ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি (Inflation) এবং খরচের কারণে এই স্বপ্নপূরণ করা সবার পক্ষে সম্ভব হয় না। এমন পরিস্থিতিতে, কিছুজন গাড়ি কেনার লক্ষ্যে অর্থ সঞ্চয় করতে শুরু করেন কিছুজন আবার কার লোনের (Car Loan) সাহায্যও নেন। প্রায় প্রতিটি ব্যাঙ্কেই এই লোনের সুবিধা থাকে। সেক্ষেত্রে বিভিন্ন সুদের হারে কার লোন প্রদান করা হয়।

SBI-এর কার লোন: এমতাবস্থায়, আপনিও যদি কার লোন নিতে চান, সেক্ষেত্রে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ফেস্টিভ সিজন অফারের সুবিধে নিতে পারেন। এই অফারের মাধ্যমে গ্রাহকেরা হাজার হাজার টাকার ছাড় পেতে পারেন।

This loan of State Bank Of India is cheaper this time

হাজার হাজার টাকা সাশ্রয় হবে: SBI-এর ফেস্টিভ সিজন অফারের সাহায্যে, আপনি কার লোন নেওয়ার সময়ে বিশেষ সুবিধা পাবেন। এই অফারের মাধ্যমে কার লোন নেওয়ার জন্য আপনাকে প্রসেসিং ফি দিতে হবে না। অর্থাৎ, ব্যাঙ্ক প্রসেসিং ফি মকুব করেছে। যার ফলে আপনার অনেকটা টাকা বাঁচবে।

আরও পড়ুন: মধ্যবিত্তদের জন্য বড় উপহার! এবার আসতে চলেছে দুর্ধর্ষ ফিচার্সের iPhone SE 4, কবে হবে লঞ্চ?

কতদিন পর্যন্ত মিলবে এই অফারের সুবিধা: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, আগামী বছর অর্থাৎ ২০২৪ পর্যন্ত SBI-এর কার লোন অফারের সুবিধা পাওয়া যাবে। মূলত, ৩১ জানুয়ারি, ২০২৪ পর্যন্ত এই ব্যাঙ্কে কার লোন নেওয়ার ক্ষেত্রে কোনো প্রসেসিং ফি লাগবে না।

আরও পড়ুন: পড়ুয়াদের সাহায্যার্থে বড় উদ্যোগ আম্বানির, মিলবে ২ লক্ষের স্কলারশিপ, এভাবে করুন আবেদন

এই সুদের হারে লোন পাওয়া যাবে: উল্লেখ্য যে, স্টেট ব্যাঙ্কের অটো লোনের ওপর প্রযোজ্য ১ বছরের মার্জিনাল কস্ট লেন্ডিং রেট (MSLR) হল ৮.৫৫ শতাংশ। এমতাবস্থায়, ওই ব্যাঙ্ক গ্রাহকদের কাছ থেকে এই লোনের ওপর কমপক্ষে ৮.৫৫ শতাংশ সুদ নেয়। যেখানে, ব্যাঙ্ক কার লোনে ৮.৮০ থেকে ৯.৭০ শতাংশ সুদের হার নেয়। যদিও, আপনার সিবিল স্কোর, ক্রেডিট এবং IC স্কোরের ওপর নির্ভর করে সুদের হার পরিবর্তিত হতে পারে। উল্লেখ্য যে, কার লোনের মেয়াদ ৫ বছরের বেশি হলে সুদের হারও বেশি হয়।

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর

X