ছিলেন স্কুল ড্রপআউট, অথচ আজ ইনিই ভারতের সবথেকে ধনী স্বর্ণ ব্যবসায়ী, তাঁর মোট সম্পদ চমকে দেবে

বাংলা হান্ট ডেস্ক: আজ আমরা এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদেরকে এমন একজনের সাথে পরিচয় করাতে চলেছি যিনি তাঁর কর্মকাণ্ডের মাধ্যমে এক অনন্য স্থান অর্জন করেছেন। এছাড়াও, তিনি কোটি কোটি টাকার সম্পদের মালিক হওয়ার পাশাপাশি তাঁর সম্পর্কে এক চমকপ্রদ তথ্য সম্প্রতি সামনে এসেছে। মূলত, আজ আমরা জয়লুক্কাস গ্রুপের (Joyalukkas Group) চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর জয় আলুক্কাসের (Joy Alukkas) প্রসঙ্গ উপস্থাপিত করছি।

তিনি সম্প্রতি ভারতের সবচেয়ে ধনী স্বর্ণ ব্যবসায়ী হিসেবে বিবেচিত হয়েছেন। ফোর্বস দ্বারা প্রকাশিত এই বছরে ভারতের শ্রেষ্ঠ ১০০ ধনীর তালিকা থেকে এই তথ্য সামনে এসেছে। পাশাপাশি ওই তালিকায়, জয় আলুক্কাস ৫০ তম ধনী ভারতীয় হিসেবে স্থান পেয়েছেন। গত বছরের র‌্যাঙ্কিংয়ে তিনি ছিলেন ৬৯ নম্বরে। বর্তমানে, তাঁর মোট সম্পদের পরিমাণ হল ৪.৪ বিলিয়ন ডলার। উল্লেখ্য যে, জয়লুক্কাস হল একটি ISO সার্টিফায়েড মাল্টি-ন্যাশনাল জুয়েলারি গ্রুপ।

১৯৫৬ সালে, জয়ের বাবা ভার্গিস আলুক্কাস কেরালার ত্রিশুরে একটি গহনার দোকান দিয়ে ব্যবসা শুরু করেন। জানলে অবাক হবেন যে, জয় আলুক্কাস হলেন একজন স্কুল ড্রপআউট। তিনি ১৯৮৭ সালে বিদেশের মাটিতে আবুধাবিতে তাঁর পারিবারিক ব্যবসা আলুক্কাস জুয়েলারির প্রথম স্টোরটি খোলেন এবং পরে নিজের ব্র্যান্ড জয়লুক্কাস শুরু করেন।

আরও পড়ুন: রিকশায় বসে চালকের গোপনাঙ্গে বারংবার হাত মহিলা যাত্রীর, তারপরে যা ঘটল….ভাইরাল ভিডিও

বছরের ৫ মাস ত্রিশুরে থাকেন: বাবার মৃত্যুর পর জয় ও তাঁর ৪ ভাইয়ের মধ্যে ব্যবসা ভাগ হয়ে যায় এবং জয় সংযুক্ত আরব আমিরশাহীতে ৩ টি শোরুম পান। তবে, তিনি দুবাইতে থাকলেও বছরের প্রায় ৫ মাস ত্রিশুরের বাড়িতে কাটান। জয় আলুক্কাসের স্ত্রী জলি জয়লুক্কাস ফাউন্ডেশনের প্রধান। পাশাপাশি, তাঁর ছেলে জন পল ইন্টারন্যাশনাল জুয়েলারি বিজনেসের ম্যানেজিং ডিরেক্টর।

আরও পড়ুন: গ্যাস সিলিন্ডার মিলবে ৪০০ টাকায়! বড়সড় প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্যবাসীকে দিলেন আরও চমক

বিশ্বের বৃহত্তম গোল্ড জুয়েলারি রিটেল আউটলেটের মালিক: জানিয়ে রাখি, ২০২২-২৩ অর্থবর্ষে ভারতে জুয়েলারি ব্র্যান্ড জয়লুক্কাসের মোট টার্নওভার ছিল ১৪,৫১৩ কোটি টাকা এবং নিট লাভের পরিমাণ ছিল ৮৯৯ কোটি টাকা। পাশাপাশি, কোম্পানিটি ২০২৪-এর অর্থবর্ষের জন্য ১৭,৫০০ কোটি টাকার টার্নওভার এবং ১,১০০ কোটি টাকার নেট লাভের লক্ষ্যমাত্রা রেখেছে। এই সংস্থাটির সারা বিশ্বে ১৬০ টি শোরুম রয়েছে। যার মধ্যে ১০০ টি রয়েছে ভারতে।

This man is the richest gold merchant in India

মোট ১১ টি দেশে উপস্থিত ১৬০ টি শোরুমে ৯,০০০ জনেরও বেশি কর্মী রয়েছেন। এদিকে, এই সংস্থা আগামী দু’টি অর্থবর্ষের মধ্যে ভারতে ৩০ টি নতুন শোরুম এবং বিদেশে ১০ টি আউটলেট খোলার জন্য প্রায় ২,৪০০ কোটি টাকা বিনিয়োগ করার পরিকল্পনা করেছে বলেও জানা গিয়েছে। পাশাপাশি, বিশ্বের বৃহত্তম গোল্ড জুয়েলারি রিটেল আউটলেটটিও এই গ্রুপের কাছে রয়েছে। যেটি চেন্নাইতে অবস্থিত আছে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর