বাংলা হান্ট ডেস্ক: অ্যান্ডারসন-তেন্ডুলকার ট্রফিতে ইতিমধ্যেই ১ টি করে টেস্ট জিতেছে ভারত (India National Cricket Team) এবং ইংল্যান্ড। এমতাবস্থায়, তৃতীয় টেস্টটি লর্ডসে সম্পন্ন হচ্ছে। ওই টেস্ট চলাকালীন ভারতীয় দলের তারকা খেলোয়াড় অজিঙ্ক রাহানে সবার সামনে তাঁর মনের ইচ্ছে প্রকাশ করেছেন। মূলত, রাহানে ভারতের টেস্ট দলের অংশ হওয়ার ইচ্ছে জানান।
টেস্ট (India National Cricket Team) দলে সুযোগ পেতে চান রাহানে:
প্রসঙ্গত উল্লেখ্য যে, রাহানে বর্তমানে ইংল্যান্ডেই রয়েছেন। তৃতীয় দিনের মধ্যাহ্নভোজের বিরতির সময়, তাঁকে ইংরেজ ধারাভাষ্যকার মাইকেল আথারটন এবং নাসের হুসেনের সাথে দেখা গিয়েছিল। কথোপকথনের সময়ে, আথারটন প্রথমে রাহানের টেস্ট পরিসংখ্যান এবং অধিনায়কত্বের রেকর্ড সম্পর্কে কথা বলেন। সেই সময় রাহানেকে প্রশ্ন করতে গিয়ে তিনি বলেন, “রাহানে, তোমার বয়স এখন ৩৭ বছর, তুমি কি আবার টেস্ট ক্রিকেট খেলার আশা ছেড়ে দিয়েছ?”
“I still want to play Test cricket!” 👀
Ajinkya Rahane joins Athers & Nas at Lord’s… and the 37-year-old still has a desire to play in white for India 💙 pic.twitter.com/gZGZr32chl
— Sky Sports Cricket (@SkyCricket) July 12, 2025
রাহানে টেস্ট দলে যোগ দিতে চান: এই প্রশ্নের উত্তরে রাহানে বলেন, “মোটেও না। এখানে থাকতে পেরে আমি খুব খুশি। আমি এখনও টেস্ট ক্রিকেট খেলতে চাই। আমি এটা নিয়ে খুব আগ্রহী। আমি বর্তমানে আমার খেলা উপভোগ করছি। আমি এখানে মাত্র কয়েকদিনের জন্য এসেছি। আমি আমার ট্রেনার্স এবং প্রশিক্ষণের পোশাকও সাথে করে এনেছি। যাতে আমি ফিট থাকতে পারি। আমাদের ঘরোয়া মরশুম শুরু হতে চলেছে এবং আমি এর জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছি।”
আরও পড়ুন: এশিয়া কাপ নিয়ে নতুন “নাটক” পাকিস্তানের, ভারতে টিম পাঠানোর প্রসঙ্গে কী পরিকল্পনা পড়শি দেশের?
রাহানে তাঁর শেষ টেস্ট খেলেছেন ২০২৩ সালে: জানিয়ে রাখি যে, ৩৭ বছর বয়সী রাহানে তাঁর শেষ টেস্ট খেলেছেন ২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। তারপর তিনি আর দলে (India National Cricket Team) সুযোগ পাননি। তবে, রাহানে এতে হতাশ হননি। বরং, তিনি ক্রমাগত ঘরোয়া ক্রিকেট খেলছেন। যেখানে তিনি কিছু দুর্দান্ত ইনিংসও খেলেছেন।
আরও পড়ুন: “বিহার-বাংলা-তামিলনাড়ুর নির্বাচন আমাদেরই পক্ষে যাবে”, কেরালা নিয়েও আত্মবিশ্বাসী অমিত শাহ
রাহানের টেস্ট কেরিয়ার: প্রসঙ্গত উল্লেখ্য, রাহানে তাঁর টেস্ট কেরিয়ারে এখনও পর্যন্ত ৮৫ টি ম্যাচ খেলেছেন এবং ৩৮.৪৬ এভারেজে ৫,০৭৭ রান করেছেন। যার মধ্যে ১২ টি সেঞ্চুরি এবং ২৬ টি হাফ-সেঞ্চুরি রয়েছে। টেস্টে রাহানের সর্বোচ্চ স্কোর হল ১৮৮ রান। তিনি যে একজন দুর্দান্ত ব্যাটর, তাতে কোনও সন্দেহ নেই, কিন্তু সামগ্রিকভাবে দেখতে গেলে টেস্ট দলে (India National Cricket Team) তাঁর প্রত্যাবর্তনের সম্ভাবনা প্রায় নগণ্য।